জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারকের নাম।

নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?
উত্তরঃ রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে।
কোশতত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্লেইডেন ও সোয়ান 1839 খ্রিস্টাব্দে কোষতত্ত্ব প্রতিষ্ঠা করেন।
অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ জে. যানসেন ও জেড. যানসেন 1590 খ্রিস্টাব্দে।
গো বসন্তের জীবাণু থেকে স্মলপক্স বা গুটি বসন্তের টিকা কে আবিস্কার করেন?
উত্তরঃ এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে গো বসন্তের জীবাণু থেকে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন।
মানবদেহে ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তরঃ ল্যাভেরান 1880 খ্রিস্টাব্দে।
প্রথম কোষ কে আবিষ্কার করেন?
উত্তরঃ রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কর্কের টুকরো থেকে প্রথম কোষ আবিষ্কার করেন।
রাইবােজোম কে আবিষ্কার করেন?
উত্তরঃ প্যালাডে 1955 খ্রিস্টাব্দে।
বংশগতির জনক কে?
উত্তরঃ গ্ৰেগর জোহান মেন্ডেল
ম্যালেরিয়া রোগের জীবাণুর সংক্রমণ পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ রোনাল্ড রস 1885 খ্রিস্টাব্দে স্ত্রী মশার দেহে ম্যালেরিয়া রোগ জীবাণু পর্যবেক্ষণ করেন।
জেনেটিক কোড কে আবিষ্কার করেন?
উত্তরঃ হরগোবিন্দ খোরানা 1966 খ্রিস্টাব্দে।
সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ লিউয়েন হক।
ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ নল ও রুসকা 1931 খ্রিস্টাব্দে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।
লাইসােজোম কে আবিষ্কার করেন?
উত্তরঃ ডি ডুবে 1955 খ্রিস্টাব্দে লাইসোজোম আবিষ্কার করেন।
ক্রোমােজোমের আবিষ্কর্তা কে?
উত্তরঃ স্ট্রেস বার্জার 1875 খ্রিস্টাব্দে ক্রোমোজোম আবিষ্কার করেন ও পরে ওয়ালটেয়ার 1888 খ্রিস্টাব্দে ক্রোমোজোম নামকরণ করেন।
জলাতঙ্ক, কলেরা, অ্যানথ্রাক্স প্রভৃতি রােগের প্রতিষেধক/টিকা, পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ লুই পাস্তুর।
মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে।
পেনিসিলিন কে আবিষ্কার করেন?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে।
ভিটামিন কে আবিষ্কার করেন?
উত্তরঃ ক্যাসিমির ফ্রাঙ্ক 1912 খ্রিস্টাব্দে।
রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার 1905 খ্রিস্টাব্দে।
হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ বেলিস ও স্টারলিং 1905 খ্রিস্টাব্দে।
প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ চার্লস ডারউইন।
জৈব বিবর্তনের ব্যাখ্যা দেন এবং ‘অধিগত গুণের উত্তরাধিকার’ তত্ত্ব প্রচার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ ল্যামার্ক।
DNA -র দ্বিতন্ত্রী নকশা কে প্রবর্তন করেন?
উত্তরঃ ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে।
প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন?
উত্তরঃ আইভান প্যাভেলভ।
নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান কে করেন?
উত্তরঃ ফন্টানা।
প্রোটোপ্লাজমের নামকরণ কে করেন?
উত্তরঃ পারকিনজি।
ইনসুলিন হরমোন কে আবিষ্কার করেন?
উত্তরঃ বানটিং ও বেস্ট 1922 খ্রিস্টাব্দে।
উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ, ক্রেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু।
অভিযোজনের বিকিরণ সূত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ অসবর্ণ।
সালোকসংশ্লেষের কেলভিন চক্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ কেলভিন।
সালোকসংশ্লেষের দুটি পর্যায় আলোক ও অন্ধকার দশা কে আবিষ্কার করেন?
উত্তরঃ ব্ল্যাকমান 1905 খ্রিস্টাব্দে।
একক পর্দা কে আবিষ্কার করেন?
উত্তরঃ রবার্টসন 1959 খ্রিস্টাব্দে।
জার্মপ্লাজমবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ ভাইসম্যান।
মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ হুগো দ্য ভ্রিস।
মাইট্রোকন্ডিয়া নামকরণ কে করেন?
উত্তরঃ বেন্ডা 1897 খ্রিস্টাব্দে।
ER কে আবিষ্কার করেন?
উত্তরঃ পোর্টার 1945 খ্রিস্টাব্দে।
প্লাস্টিড কে আবিষ্কার করেন?
উত্তরঃ ই. হেকেল 1866 খ্রিস্টাব্দে।
সালোকসংশ্লেষ কালে ফটোলাইসিস বা হিল বিক্রিয়া কে পর্যবেক্ষণ করেন?
উত্তরঃ রোবিন হিল 1937 খ্রিস্টাব্দে।
ক্লোরেল্লা উদ্ভিদে ‘কেলভিন চক্র’ কে পর্যবেক্ষণ করেন?
উত্তরঃ বেনসন ও কেলভিন 1956 খ্রিস্টাব্দে।
EMP পথ কে পর্যবেক্ষণ করেন?
উত্তরঃ এম্বডেন, মেরার হফ এবং পারনেস।
প্রাণীদহে রক্ত সংবহন কে পর্যবেক্ষণ করেন?
উত্তরঃ উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে।
প্রথম ধমনীর রক্তচাপ কে পরীক্ষা করেন?
উত্তরঃ স্টিফেন হেলস 1773 খ্রিস্টাব্দে।
উৎসেচকের কে নামকরণ করেন?
উত্তরঃ কুন 1875 খ্রিস্টাব্দে।
গলগি বস্তু কে আবিষ্কার করেন?
উত্তরঃ ক্যামিলো গলগী 1891 খ্রিস্টাব্দে।
DNA এর নামকরণ কে করেন?
উত্তরঃ অল্টম্যান 1899 খ্রিস্টাব্দে।
‘একটি জিন একটি উৎসেচক’- মতবাদ কে প্রচার করেন?
উত্তরঃ বিডল ও ট্যাটাম 1941 খ্রিস্টাব্দে।
Rh ফ্যাক্টর কে আবিষ্কার করেন?
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার 1940 খ্রিস্টাব্দে।
গাছ খাদ্য তৈরি করার সময় অক্সিজেন পরিত্যাগ করে তা প্রথম কে পর্যবেক্ষণ করেন?
উত্তরঃ যোসেফ প্রিস্টলে 1772 খ্রিস্টাব্দে।
অগ্নাশয়ে আইলেট কোষ কে আবিষ্কার করেন?
উত্তরঃ ল্যাঙ্গারহ্যান্স 1869 খ্রিস্টাব্দে।
ড্রসোফিলা মাছির সেক্স লিংকেজ কে আবিষ্কার করেন?
উত্তরঃ মর্গ্যান 1910 খিষ্টাব্দে।
লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ ব্রিজেস (1917- 23 খ্রিস্টাব্দের মধ্যে)
দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?
উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে।
খাদ্যশৃঙ্খলের সংজ্ঞা কে প্রণয়ন করেন?
উত্তরঃ ওডাম 1966 খ্রিস্টাব্দে।
রোগের কারণ হিসেবে জীবাণুর উপস্থিতি তথা জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তরঃ লিউয়েন হক 1632 খ্রিস্টাব্দে।
প্রথম ভাইরাস কে পর্যবেক্ষণ করেন?
উত্তরঃ আইয়োনোস্কি 1892 খ্রিস্টাব্দে।
যক্ষা রোগের জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তরঃ কখ্ 1882 খ্রিস্টাব্দে।
কালাজ্বরের জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তরঃ রস 1903 খ্রিস্টাব্দে।
গোদ রোগের জীবাণু কে আবিস্কার করেন?
উত্তরঃ কোববোল্ড 1877 খ্রিস্টাব্দে।
শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ হ্যানস্ ক্রেবস 1937 খ্রিস্টাব্দে।
রসের উৎস্রোত সম্পর্কিত ‘প্রস্বেদন টান ও জলের সমসংযোগ’ মতবাদ কে প্রচলন করেন?
উত্তরঃ ডিকসন ও জলি।
ড্রসোফিলা মাছির সেক্স লিংকেজ কে আবিষ্কার করেন?
উত্তরঃ মর্গ্যান 1910 খিষ্টাব্দে।
লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কে আবিষ্কার করেন?
উত্তরঃ ব্রিজেস (1917- 23 খ্রিস্টাব্দের মধ্যে)
দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?
উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে।
খাদ্যশৃঙ্খলের সংজ্ঞা কে প্রণয়ন করেন?
উত্তরঃ ওডাম 1966 খ্রিস্টাব্দে।
রোগের কারণ হিসেবে জীবাণুর উপস্থিতি তথা জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তরঃ লিউয়েন হক 1632 খ্রিস্টাব্দে।
প্রথম ভাইরাস কে পর্যবেক্ষণ করেন?
উত্তরঃ আইয়োনোস্কি 1892 খ্রিস্টাব্দে।