মাইল্ড স্ট্রোক কী মাইল্ড স্ট্রোক কেন হয়?
স্ট্রোক বলতে সাধারণত মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাকে বুঝানো হয়। এটা দুই ধরনের হয়, একটা রক্তক্ষরণ জনিত বা হেমোরেজিক স্ট্রোক এবং আরেকটি হলো স্কিমিক স্ট্রোক, এতে রক্তক্ষরণ হয় না।
মাইল্ড স্ট্রোক কী?
মস্তিস্কজনিত রোগ হলো মাইল্ড স্ট্রোক। একে ‘মিনি স্ট্রোক’ ও বলা হয়। এই ধরণের স্ট্রোকে মস্তিষ্কের রক্ত প্রবাহে জমাট বেঁধে এক ধরণের বাঁধার সৃষ্টি করে, যার ফলে রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটে।
মাইল্ড স্ট্রোক করলে মস্তিষ্কের রক্ত প্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়।
চিকিৎসকদের মতে, মাইল্ড স্ট্রোক থেকে বড় ধরণের স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। বিশ্বে মাইল্ড স্ট্রোক করা রোগীর শতকরা ৫ শতাংশই পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বড় ধরণের স্ট্রোকের সম্মুখীন হয়।
মাইল্ড স্ট্রোক কেন হয়?
উচ্চ রক্তচাপ থাকলে, অত্যধিক ধূমপান করলে, রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমান বেশী থাকলে, মদ্য পান ও অ্যালকোহল সেবন করলে, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন ও হৃদপিন্ডের বিভিন্ন রোগ থাকলে, ডায়াবেটিস থাকলে, ক্যারটিড আর্টারী ডিজিজ থাকলে, অতিরিক্ত ওজন থাকলে, হতাশা ও ডিপ্রেশন থাকার কারণে হয়ে থাকে।