পাতলা চুল ঘন দেখানোর উপায়।
চুল হয়তো দেখতে সুন্দর, যদি তা নিয়মিত পড়তেই থাকে, তবে একসময় স্বাভাবিক সৌন্দর্য হারাতে বাধ্য। মানসিক চাপ, দূষণ, অসুস্থ্যতা এমন নানা কারণেই চুল পাতলা হতে শুরু করে। এর বাইরে চুলে নানা কেমিক্যাল প্রয়োগের কারণেও চুল পড়তে পারে।
অস্বাভাবিক চুল পড়তে থাকলে তার দ্রুত সমাধান দরকার। কারণ যে কারণেই চুল পড়ুক না কেন, নিয়মিত সঠিক উপায়ে যত্ন নিলে চুল ঘন হবেই। সেইসঙ্গে হবে স্বাস্থ্যোজ্জ্বলও।
আসুন এবার জেনে নেওয়া যাক, পাতলা চুল ঘন দেখানোর কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে-
গরম তেল:
সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু করার আগে গরম তেল দিয়ে চুলে আর স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আমন্ড অয়েল, নারিকেল তেল, অলিভ অয়েল বা অ্যাভোকাডোর মতো প্রাকৃতিক তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে। এছাড়া নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করলে রক্ত সংবহন বাড়ে, চুলের ঘনভাব ফিরে আসে।
ভেজষ উপাদান:
ক্যাস্টর অয়েল, পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল, নারিকেল তেলের মতো সাধারণ উপাদানে এমন ভিটামিন ও মিনারেল রয়েছে যা পাতলা চুল ঘন করতে ভীষণ কার্যকরী। চুলে আর স্ক্যাল্পে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার ব্যবহার করলেই চুল ধীরে ধীরে ঘন হতে শুরু করবে।
খাবার:
চুলের যত্ন নেয়ার পাশাপাশি নজর দিন খাবারেও। ডিম, মাছ, দুধ, দই বা ছানা নিয়মিত খেতে হবে। ব্রকলি, পালং, বাঁধাকপির মতো সবুজ শাকসবজি চুলের কেরাটিন মজবুত করে চুল ঘন করে তোলে। তাছাড়া কমলা, স্ট্রবেরি, পেয়ারার মতো ফল প্রতিদিন খান।
শ্যাম্পু-কন্ডিশনার:
ভালো শ্যাম্পু, তেল, কন্ডিশনার আপনার চুল ভালো রাখতে সাহায্য করে। চুল ওঠা, খুসকি, শুষ্কতার মতো সমস্যা কমিয়ে চুল ভালো রাখতে ভল্যুমাইজিং শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করুন।
সিঁথি:
যে দিকে রোজ সিঁথি করেন, সেটা বদলে ফেলুন। এতে করে চেহারাও অন্য রকম লাগবে এবং চুলও ঘন দেখাবে। এক দিকে সিঁথি করতে করতে অনেক সময় আমাদের সিঁথি চওড়া হয়ে চুল আরও পাতলা লাগে। এজন্য মাঝেমধ্যে সিঁথি পাল্টান।
হাইলাইট:
চুলের রং অনেক কিছু বদলে দিতে পারে। ঠিক রং বেছে হাইলাইটস করাতে পারেন, তাহলে চুলে টেক্সচার তৈরি হয়। পাতলা চুলও ঘন দেখায়।
ব্লো ড্রাই:
চুল শুকনোর সময় উল্টো করে ব্লো ড্রাই করুন। তারপর একটি বড় চিরুনি দিয়ে উল্টো করেই আঁচড়ে নিন। দেখবেন নিমেষে চুল অনেক ঘন দেখাচ্ছে।
হেয়ার কাট:
চুল খুব পাতলা হয়ে গেলে ভালো একটি হেয়ার সেলুন থেকে চুল কেটে নিন। বিভিন্ন ধরণের হেয়ার কাট আছে সেসব কাটে চুল বেশি ঘন লাগে। আপনার পছন্দ অনুযায়ী কাটতে পারেন।
দুটি পনিটেইল:
একটি পনিটেল করলে চুল খুব পাতলা দেখাতে পারে। এক্ষেত্রে চুলের নিচের অংশে একটি এবং উপরের অংশে একটি পনিটেল করুন। এরপর উপরের পনিটেল দিয়ে নীচের অংশটা ঢেকে দিন।