মেকআপ ব্রাশ পরিষ্কার করার উপায়।

মেকআপ ব্রাশের জমা ফাউন্ডেশন সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করাই উচিত। না হলে ব্রাশে জন্মতে পারে ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়া ত্বকের জন্য ক্ষতিকারক। ফলে শুধু ত্বক নয়, নোংরা ব্রাশের কারণে ক্ষতি হতে পারে চোখেরও।

অনেকে ব্রাশ পরিষ্কার করা ঝামেলা মনে করে আলসেমি করে। তাই তাদের জন্য ব্রাশ পরিষ্কার করার সহজ কিছু উপায় দেওয়া হলো। চলুন এবার জেনে নেওয়া যাক, মেকআপ ব্রাশ পরিষ্কার করার কিছু উপায় সম্পর্কে-

  • প্রথমে একটা পাত্রে শ্যাম্পু ও খানিকটা অ্যান্টিসেপ্টিক গুলে নিন। এবার সব ব্রাশ তাতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে কোনো অমসৃণ জায়গায় ঘষে নিয়ে এরপর আলতো করে চেপে চেপে জলে ধুয়ে ফেলুন।
  • ব্রাশ থেকে জীবাণু দূর করতে চাইলে এক বাটি পানিতে খানিকটা অ্যান্টিসেপ্টিক এবং টি-ট্রি অয়েল দিয়ে ব্রাশ ডুবিয়ে রাখুন।
  • ভেজা ব্রাশ কখনও তুলে রাখবেন না। পানিতে ধোয়ার পর সেগুলো পাতলা কাপড়ে জড়িয়ে রোদে রেখে দিন। শুকিয়ে গেলেই দেখবেন ব্রাশ একেবারে ঝকঝক করছে।
  • শুধু মেকআপ ব্রাশ নয় মেকআপ স্পঞ্জ ব্যবহার করলেও নিয়মিত পরিষ্কার করতে হবে।