ডোমেইন নেম কি? ডোমেইন কত প্রকার ও কি কি?

ডোমেইন নেম কি?


ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। ডোমেইন নাম ক্লাইন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। একটি ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রণ করে ডোমেইন নেম সিস্টেম।

Domain

ইন্টারনেটে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে যাদের সবকটির আইপি অ্যাড্রেস আলাদা। কিন্তু মানুষের পক্ষে এসব আইপি অ্যাড্রেস গুলি মনে রাখা সম্ভব নয়। তাই ওইসব ip-adress গুলি কনভার্ট হয়ে ডোমেইন নেম এর আকারে আমাদের সামনে প্রকাশ পায়।

যখন আমরা ইন্টারনেটে কোনো ওয়েবসাইটের নাম সার্চ করি, তখন কম্পিউটার ওই ডোমেইনটির আইপি অ্যাড্রেস এর সাহায্যে আমাদের সামনে বিভিন্ন রেজাল্ট দেখায়।

ডোমেইন কত প্রকার ও কি কি?


ডোমেইন সাধারণত ৫ প্রকার। যথাঃ

১. টপ লেভেল ডোমেইন (TLD)
২. কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (CCTLD)
৩. জেনেরিক টপ-লেভেল ডোমেইন (GTLD)
৪. সেকেন্ড-লেভেল ডোমেইন (SLD)
৫. থার্ড লেভেল ডোমেইন (TLD)

টপ লেভেল ডোমেইন (TLD):



TLD

সবথেকে উচ্চ মানের ডোমেইন হলো টপ লেভেল ডোমেইন। এই ধরনের ডোমেন ব্যবহৃত ওয়েবসাইট খুব সহজেই সার্চ ইঞ্জিনে Rank হয়। এই ধরনের ডোমেন সার্চ ইঞ্জিনের কাছে Seo Friendly Domain নামে পরিচিত। তাই এরা Google, Bing, Yahoo এই সমস্ত সার্চ ইঞ্জিনের কাছে বেশী গুরুত্ব পায়।

কিছু টপ লেভেল ডোমেইন:

  • .com (commercial)
  • .org (organisation)
  • .net (network)
  • .edu (educational)
  • .biz (business)
  • .info (information)

কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (CCTLD):



CCTLD

এই ধরনের ডোমেন কোন দেশের নাম অনুযায়ী হয়ে থাকে। এই ধরনের ডোমেইন সাধারণত দুই অক্ষরের হয়। কোন ওয়েবসাইটের মালিক যখন তার নির্দিষ্ট ওয়েবসাইটটি কোন দেশের; এটি বোঝাতে চান তখন তিনি এই ধরনের এক্সটেনশন ব্যবহার করেন।

কিছু কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন:

  • .bd (bangladesh)
  • .in (India)
  • .us (United state)
  • .cn (China)
  • .ru (Russia)
  • .br (Brazil)

জেনেরিক টপ-লেভেল ডোমেইন (GTLD):



GTLD

জেনেরিক টপ-লেভেল ডোমেইনগুলি (জিটিএলডি) ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেমে ব্যবহারের জন্য ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথোরিটি (আইএএনএ) দ্বারা পরিচালিত টপ-লেভেল ডোমেইনগুলির একটি বিভাগ (টিএলডি)। একটি শীর্ষ স্তরের ডোমেইন হলো প্রতিটি সম্পূর্ণরূপে যোগ্যতাসম্পন্ন ডোমেইন নামের শেষ স্তর।

কিছু জেনেরিক টপ-লেভেল ডোমেইন:

  • .com
  • .net
  • .org
  • .info
  • .xyz

সেকেন্ড-লেভেল ডোমেইন (SLD):



SLD

সেকেন্ড-লেভেল ডোমেইনগুলি শ্রেণিবিন্যাসের পরিপ্রেক্ষিতে পূর্বে উল্লিখিত TLD-এর একটি ধাপ নীচে। এটি বর্ণনা করার সর্বোত্তম উপায় একটি উদাহরণ সহ হবে। www.monovm.com-এ, “monovm” হল SLD (যেমন দ্বিতীয়-স্তরের ডোমেইন)।

এছাড়াও দেশের কোড দ্বিতীয়-স্তরের ডোমেইন রয়েছে। যেমন:

  • .co.uk – সাধারণত যুক্তরাজ্যের কোম্পানিগুলি ব্যবহার করে
  • .gov.au – অস্ট্রেলিয়ার সরকারী প্রতিষ্ঠান ব্যবহার করে
  • .ind.br – ব্রাজিলের শিল্প দ্বারা ব্যবহৃত

থার্ড লেভেল ডোমেইন (TLD):



TLD

একটি থার্ড লেভেল ডোমেইন নাম হলো একটি ডোমেন নাম বা ওয়েবসাইট ঠিকানার অংশ যা দ্বিতীয়-স্তরের ডোমেন নামের আগে আসে। তৃতীয়-স্তরের ডোমেনগুলিকে “সাব-ডোমেন”ও বলা হয় কারণ তারা কখনও কখনও একটি ওয়েবসাইটের নির্দিষ্ট বিভাগ বা পৃষ্ঠাগুলিকে উল্লেখ করে। উদাহরণস্বরূপ, www.monovm.com-এ, “www” অংশটি তৃতীয় স্তরের ডোমেইন।