বিশ্বের বিভিন্ন মরুভূমির নাম, আয়তন ও অবস্থান।

মরুভূমির নাম আয়তন (বর্গ কিমি) অবস্থান
অ্যান্টার্কটিকা মরুভূমি ১,৪২,০০,০০০ অ্যান্টার্কটিকা
আর্কটিক মরুভূমি ১২,৭২৬,৯৩৭ আলাস্কা, কানাডা, ফিনল্যান্ড, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, রাশিয়া, সুইডেন
থর মরুভূমি ২,০০,০০০ ভারত ও পাকিস্তান
গোবি মরুভূমি ১২,৯৫,০০০ চীন ও মঙ্গোলিয়া
তাকলা মাকান মরুভূমি ৩,২০,০০০ চীন
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি ৩৪৮,৭৫০ অস্ট্রেলিয়া
গ্রেট স্যান্ডি মরুভূমি ২৮৪,৯৩৩ অস্ট্রেলিয়া
সাহারা মরুভূমি ৯২,০০,০০০ মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, সুদান
কালাহারি মরুভূমি ৯,৩০,০০০ অ্যাঙ্গোলা, বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা
মোহাভি মরুভূমি ১,২৪,০০০ যুক্তরাষ্ট্র
আরবীয় মরুভূমি ২৩,৩০,০০০ ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন
গিবসন মরুভূমি ১,৫৫,০০০ পশ্চিম অস্ট্রেলিয়া
নামিব মরুভূমি ৮১,০০০ অ্যাঙ্গোলা, নামিবিয়া
পাটাগোনীয় মরুভূমি ৬,৭৩,০০০ আর্জেন্টিনা, চিলি
সোনোরান মরুভূমি ৩,১০,৮০০ মেক্সিকো যুক্তরাষ্ট্র
কিজিলকুম মরুভূমি ২,৯৮,০০০ কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান
ছিহুয়াহুয়ান মরুভূমি ৫,০১,৮৯৬ মেক্সিকো, যুক্তরাষ্ট্র
আতাকামা মরুভূমি ১০৪,৭৪১ চিলি-পেরু
গ্রেট বেসিন মরুভূমি ৪,৯২,০০০ যুক্তরাষ্ট্র
কারাকুম মরুভূমি ৩,৫০,০০০ তুর্কমেনিস্তান
রেফারেন্স: