হাব এবং সুইচ কাকে বলে? হাব ও সুইচের মধ্যে পার্থক্য কি?

হাব কাকে বলে?


স্বল্প দূরত্বে দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে লােকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে হলে যে কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয় যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে তাকে হাব বলে।

hub

অন্যভাবে বললে বলা যায়, দুই এর অধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের দরকার হয়, যা প্রতিটি কম্পিউটারকে সংযুক্ত করতে পারে। এ ডিভাইসকে হাব বলে।

হাবের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। নেটওয়ার্কে হাব ব্যবহার করলে তুলনামূলকভাবে খরচ কম পড়ে।

সুইচ কাকে বলে?


নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সুইচ হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য প্যাকেট আদানপ্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরোয়ার্ডিং করতে পারে। সুইচ ওএসআই (OSI) লেয়ারের অন্যতম ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। তবে কখনো কখনো এটি নেটওয়ার্ক লেয়ারেও কাজ করে।

Switch

অন্যভাবে বললে বলা যায়, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে হাবের মত সুইচ একধরণের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। এটি একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়।

হাব এবং সুইচ এর মধ্যে পার্থক্য:


হাব সুইচ
১. নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে যুক্ত করার জন্য হাব ব্যবহৃত হয়। ১. নেটওয়ার্কের সকল কম্পিউটারকে যুক্ত করতে সুইচ ব্যবহৃত হয়।
২. হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। ২. সুইচ নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে।
৩. হাব কমসংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। ৩. সুইচ হাবের তুলনায় বেশি সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।
৪. হাবের তুলনামূলক দাম কম। ৪. সুইচের মূল্য হাবের থেকে একটু বেশি।
৫. হাবের কনফিগারেশন সহজ। ৫. সুইচের কনফিগারেশন একটু জটিল।
৬. হাবের কাজের গতি কম। ৬. সুইচের গতি হাবের থেকে বেশি।
৭. ডেটা আদান-প্রদানে বাধার সম্ভাবনা থাকে। ৭. ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা থাকে না।
৮. ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সব পোর্ট পাঠায় অর্থাৎ, নেটওয়ার্কের সব কম্পিউটারের কাছে পাঠায়। ৮. প্রেরক কম্পিউটার থেকে সুনির্দিষ্ট ঠিকানায় প্রাপক কম্পিউটারের কাছে ডেটা পাঠায়।
৯. পোর্ট কম তাই অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা যায় না। ৯. পোর্ট বেশি তাই অনেক বড় নেটওয়ার্ক তৈরি করা যায়।
১০. হাবের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ১০. সুইচের নিরাপত্তা ব্যবস্থা ভালো।
১১. হাব ফিজিকাল লেয়ারে কাজ করে। ১১. সুইচ ডাটা লিংক লেয়ারে কাজ করে।