গরম পানিতে পুড়ে গেলে কি করবেন?

যেকোনো সময়েই যেকোন মুহুর্তে অসাবধানতার কারণে গরম পানি পড়ে হাত বা শরীরের যেকোনো স্থান পুড়ে যেতে পারে। আমরা অনেক সময় কাজের মধ্যে অমনযোগী হয়ে যায়। সাধারণত এই ধরণের অসাবধানতার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

গরম পানি শরীরে পড়লে ফোস্কা পড়তে পারে। সামান্য অমনোযোগীতায় ঘটে যেতে পারে এই বিপদ।

গরম পানিতে পুড়ে গেলে কি করতে হবে

চলুন জেনে নেওয়া যাক, গরম পানিতে পুড়ে গেলে আমাদের করণীয় কি-

  • কোন কিছু চিন্তা না করে সাথে সাথে পুড়ে যাওয়া স্থানে ঠান্ডা পানি ঢালুন। গামলা বা বালতি করে পানি নিয়ে ক্ষত স্থানটি ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। পানি ঠান্ডা করতে আইস ব্যবহার করতে পারেন।
  • যদি এমন হয় ক্ষত স্থানটি পানিতে ডোবাতে পারছেন না তাহলে একটি পরিষ্কার তোয়ালে বা অন্য কোনো পরিষ্কার নরম কাপড় ঠাণ্ডা পানিতে ভিজিয়ে জলপটির মত করে ক্ষত স্থানে লাগান৷
  • পানি বা পটিটি যাই ব্যবহার করুন না কেন বারবার পালটাতে ভুলবেন না। পুড়ে যাওয়া স্থান মনের ভুলেও ঘষাঘষি করবেন না৷
  • পুড়ে যাওয়া স্থানে ভুলেও কোন তেল জাতীয় দ্রব্য লাগাবেন না। এতে ক্ষত আরও খারাপ হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করবেন।
  • ডিমের সাদা অংশ ক্ষতস্থানে লাগালে বেশ উপকার পাওয়া যায়। এমনকি টুথ পেস্টের প্রলেপ দেওয়া যায়। কলা, তাজা এলোভেরা জেল বা মধু পুড়ে যাওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী।