কত ধরণের আম আছে? ছবি সহ দেওয়া হলো।

আম ফলের রাজা। সারা পৃথিবীতে এত জনপ্রিয় এত পছন্দনীয় ফল আর দ্বিতীয়টি নেই। এমন কোন জাতি নেই যারা আম পছন্দ করেনা। তাই আমকে সন্মান দিয়ে ‘ফলের রাজা’ বলা হয়।

আমের প্রায় কয়েকশ জাত রয়েছে। যেমনঃ ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী আম রূপালি ইত্যাদি।

এর মধ্যে কয়েকটি জনপ্রিয় আমের ছবি সহ নিচে দেওয়া হলো –

ফজলি



mango post

আশ্বিনা



mango ashina

ল্যাংড়া



mango langra

ক্ষীরশাপাতি



mango khirsapati

গোপালভোগ



mango gopalvog

লক্ষণভোগ আম



lokkon bhog mango

বোম্বাই ক্ষীরভোগ আম



mango bombai khirvog

সিঁদুরে আম



Mangoes in Tree

হিম সাগর



Himsagar mango

আম্রপালি



mango amrapali

বারোমাসি আম



Mango baromasi

হাড়িভাঙ্গা



mango harivanga