কত ধরণের আম আছে? ছবি সহ দেওয়া হলো।
আম ফলের রাজা। সারা পৃথিবীতে এত জনপ্রিয় এত পছন্দনীয় ফল আর দ্বিতীয়টি নেই। এমন কোন জাতি নেই যারা আম পছন্দ করেনা। তাই আমকে সন্মান দিয়ে ‘ফলের রাজা’ বলা হয়।
আমের প্রায় কয়েকশ জাত রয়েছে। যেমনঃ ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী আম রূপালি ইত্যাদি।
এর মধ্যে কয়েকটি জনপ্রিয় আমের ছবি সহ নিচে দেওয়া হলো –
ফজলি
আশ্বিনা
ল্যাংড়া
ক্ষীরশাপাতি
গোপালভোগ
লক্ষণভোগ আম
বোম্বাই ক্ষীরভোগ আম
সিঁদুরে আম
হিম সাগর
আম্রপালি
বারোমাসি আম
হাড়িভাঙ্গা