ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি কি?
ওপেন হার্ট সার্জারি কি?
চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃদপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন তখন সে প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে।
এটি একটি বড় শল্য চিকিৎসামূলক প্রক্রিয়া, যার মাধ্যমে হৃপিণ্ডসংক্রান্ত অনেক জটিল সমস্যা, হার্টের ব্লকসহ নানা সমস্যা থেকে রোগমুক্তির উদ্দেশ্যে করা হয়।
অন্য সব চিকিৎসার পরও যদি হৃপিণ্ডে বড় ধরনের সমস্যা থাকে, তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া উপায় থাকে না।
ওপেন হার্ট সার্জারি প্রধানত অন-পাম্প সার্জারি। অফ-পাম্প সার্জারি বা বিটিং হার্ট এবং রোবট-সহযোগী সার্জারি—এই তিন উপায়ে করা হয়।
তবে বর্তমানে আধুনিক চিকিৎসার কল্যাণে ওপেন হার্ট সার্জারি ছাড়াই বুকে একটি ছোট ছিদ্র করেই সফলভাবে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে।
বাইপাস সার্জারি বা CABG কী?
CABG (করোনারী আর্টারী বাইপাস গ্রাফটিং) বা বাইপাস সার্জারি একটি অপারেশন, যার সাহায্যে বুক, হাত বা পা থেকে শিরা বা ধমনী নিয়ে হার্টের ধমনীর সাথে যুক্ত করে, তখন রক্ত চলাচলের জন্য অন্য আরেকটি পথ করে দেওয়া হয়।
হার্টের করোনারী সম্পর্কিত কোনো সমস্যায় বা হার্টে রক্ত প্রবাহ কমে গেলে, এই অপারেশনের মাধ্যমে রক্ত প্রবাহ স্বাভাবিক করা হয়। বর্তমানে বাইপাস সার্জারি, করোনারী সংক্রান্ত রোগের চিকিৎসায় খুব প্রচলিত ও সফল একটি অপারেশন।
বাইপাস ও ওপেন হার্ট সার্জারির মধ্যে পার্থক্য:
ওপেন হার্ট সার্জারি এবং বাইপাস সার্জারি উভয় হৃদরোগের একটি অবস্থার পরিপন্থী মানুষের উপর সঞ্চালিত অত্যাধুনিক অস্ত্রোপচার হয়। দুটি সার্জারি মধ্যে বিভিন্ন পার্থক্য আছে।
মূলত, যে অস্ত্রোপচারের ফলে আপনার বুক খোলার সাথে বন্ধ হয়ে যায় তাকে ওপেন হার্ট সার্জারি বলে। আবার ধমনীতে রক্তের প্রবাহ ব্যাহত হলে যে অস্ত্রোপচার ধমনীতে করা হয় তাকে বাইপাস সার্জারি বা সিএবিজি করা হয়।