ইসিজি কি? ইসিজি (ECG) দিয়ে কি নির্ণয় করা হয়?
একটি ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) হল সহজ, ব্যথাহীন পরীক্ষা যা আপনার হার্টের গতিবিধি পরিমাপ করে। electrocardiogram ECG বা EKG নামেও পরিচিত। প্রতিটি হার্টবিট একটি বৈদ্যুতিক সংকেত দ্বারা ট্রিগার হয় যা উপরে নিচে উঠানামা করে। যখন বুকে ব্যথা, শ্বাস কষ্ট, ক্লান্ত বা দুর্বল বোধ হয় তখন ডাক্তার ECG করার পরামর্শ দেয়।
ECG নিয়ে অনেকের মধ্যেই কিছু ভুল ধারনা আছে। ডাক্তার যখন ECG করতে দেয় তখন অনেকের মধ্যে ভয় কাজ করে। কারণ, তারা মনে করেন যখন কোনো রোগী খুব বড় ধরণের সমস্যার সন্মুখীন হয় তখন ডাক্তার ECG করতে দেয়।
কিন্তু ECG ভয় পাওয়ার মতো কোনো কিছু নয়। আসলে এটি খুব সাধারণ একটি মেডিকেল টেস্ট।
আসুন, ECG সম্পর্কে জেনে নেওয়া যাক-
ইসিজি কি?
Electrocardiogram এর সংক্ষিপ্ত রূপ হলো ECG। এই ইসিজি হল একটি মেডিকেল টেস্ট যা হার্টের রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয়ে থাকে।
ECG আসলে আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করে এবং তা কম্পিউটার স্ক্রিনে দেখায়। ECGর রেজাল্টকে এক ধরণের বিশেষ কাগজে প্রিন্ট করা হয়। একে মেডিকেল ভাষায় ইলেকট্রোকার্ডিওগ্রাফ বলে যা দেখে একজন ডাক্তার রোগীর হার্টের সমস্যা চিহ্নিত করে থাকেন।
হার্টের ইসিজি করার পর যদি সাধারণত দেখা যায় ক্যারেক্টারিস্টিক শেপ রয়েছে, তাহলে ধরা হয় হার্ট সুস্থ্য আছে বা হার্টে কোনো ধরণের সমস্যা নেই। হার্ট বিটে যদি অসামঞ্জস্যতা থেকে থাকে, হার্ট বিট যদি কম বেশি হয়, তাহলে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকে তা বোঝা যায় এবং হার্টের ক্যারেক্টারিস্টিক শেপ থাকে না।
ইসিজি কেন করা হয়?
সব ধরণের রোগীর ক্ষেত্রে ECG করার কারণ একই হয় না। কিন্তু, বড় ধরণের সার্জারির আগে বা হার্টের সমস্যা আছে বলে মনে হলে সবারই ECG করতে হয়। তাছাড়া বিভন্ন কারণে ECG করার প্রয়োজন হতে পারে।
অ্যারিথমিয়াস বা হার্টের ছন্দে পরিবর্তন:
অনিয়মিতভাবে হার্ট স্পন্দিত হয়, খুব ধীরে অথবা খুব দ্রুত। অ্যারিথমিয়া রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ, এগুলো প্রায়ই উপসর্গবিহীন হয়ে থাকে এবং আকস্মিক মৃত্যু হতে পারে।
ইস্কেমিয়া বা ইনফার্কশন:
হৃদযন্ত্রের অসাভাবিকতা সনাক্ত করতে পারে ECG, হৃদযন্ত্রে রক্ত প্রবাহ হ্রাস পাওয়ার জন্য করোনারি ধমনীর সংকীর্ণ হওয়ার জন্য, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে।
ইলেক্ট্রোলাইট ডিসঅর্ডার:
রক্তের ইলেক্ট্রোলাইট অতিরিক্ত বা ঘাটতির ফলে কার্ডিয়াক রিদম পরিবর্তিত হতে পারে।