ব্লাড ক্যান্সার কি? ব্লাড ক্যান্সারের কারণ ও লক্ষণ।

ব্লাড ক্যান্সার আমাদের কাছে পরিচিত। ব্লাড ক্যান্সারের লক্ষণ আগে থেকে বুঝতে পারলে তা নিয়ন্ত্রণ করা যায়।

ব্লাড ক্যান্সার বোনমেরুতে শুরু হয়ে থাকে যা রক্ত তৈরির কারখানা। রক্তের কোষগুলো যখন স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটায় তখন ব্লাড ক্যান্সার হয়।

ব্লাড ক্যান্সার কেন হয়?

ব্লাড ক্যান্সার কেন হয় তার সুনির্দিষ্ট কারণ নাই। তবে কিছু কিছু বিষয় ব্লাড ক্যান্সারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তার প্রভাব, ধূমপান, রাসায়নিক বর্জ্য, কীটনাশক, কৃত্রিম রং, ভাইরাস ইত্যাদিকে দায়ী করা হয়।

ব্লাড ক্যান্সার কত প্রকার?

ব্লাড ক্যান্সার তিন প্রকার:

  • লিউকেমিয়া (Leukemia)
  • লিম্ফোমা (Lymphoma)
  • মাইলোমা (Myeloma)

এই তিন প্রকারের আবার ভাগও রয়েছে।

ব্লাড ক্যান্সারের লক্ষণ

প্রতিটি ধরনের ব্লাড ক্যান্সার আলাদা, তবে তারা কিছু সাধারণ লক্ষণ রয়েছে। রোগের অগ্রগতি না হওয়া পর্যন্ত কিছু লোকের কোনো উপসর্গ নাও থাকতে পারে।

অথবা, কখনও কখনও লক্ষণগুলি ঠান্ডা বা ফ্লু হিসাবে মনে হতে পারে। নিচে ব্লাড ক্যান্সারের লক্ষণ দেওয়া হলো –

  • মাথা ব্যাথা হওয়া।
  • কাশি বা বুকে ব্যথা হয়।
  • জ্বর বা ঠান্ডা লাগা ও ঘন ঘন সংক্রমণ।
  • চুলকানি বা ফুসকুড়ি হতে পারে। ক্ষুধা হ্রাস পায় ও বমি বমি ভাব
  • স্থায়ী ক্লান্তি ও দুর্বলতা
  • রাতে ঘাম হওয়া ও নিঃশ্বাসের দুর্বলতা।
  • ক্ষুধা কমে যাওয়া। পাশাপাশি অনেক ওজন কমে যাওয়া।

বর্তমানে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েয় চলেছে। প্রতি নিয়ত আশঙ্কা জনক হারে বেড়ে চলেছে এই ক্যান্সার