মেকআপ তোলার সহজ উপায়।
মেকআপ করতে সব বয়সের নারীরাই পছন্দ করেন। তবে ঝামেলাটা বাধে তখনি যখন মেকআপ তুলতে যান। অনেকেই বাজারে পাওয়া কেমিক্যালযুক্ত মেকআপ রিমুভার ব্যবহার করে থাকেন।
প্রচলিত এইসব মেকআপ রিমুভার দীর্ঘমেয়াদে ত্বকের বিশাল ক্ষতি করে থাকে এবং মুখের লোমকূপে আটকে গিয়ে ব্রণসহ নানারকম সমস্যার সৃষ্টি করতে পারে। তবে ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করে আপনি সহজেই মেকআপ তুলতে পারেন।
চলুন চেনে নিই, মেকআপ তোলার সঠিক উপায় কোনগুলো-
গোলাপজল:
গোলাপজল প্রাকৃতিক মেকআপ রিমুভার হিসাবে কার্যকরী। ২ চামচ গোলাপজলের সঙ্গে এক চাচামচ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে সারা মুখে লাগিয়ে তুলো দিয়ে মুছে নিন। খুব চড়া মেকআপও সহজেই উঠে যাবে এবং ত্বক হবে আর্দ্র ও নরম।
অ্যালোভেরা:
অ্যালোভেরা মেকআপ রিমুভার হিসাবে খুবই কার্যকরী। অ্যালোভেরা পাতা কেটে জেল বের করে ভালো করে বেলেন্ড করে ছেকে নিয়ে স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করুন। তারপর টিসু দিয়ে মুখ মুছে ফেলুন।
নারিকেল তেল:
মেকআপ রিমুভার হিসেবেও নারিকেল তেল দারুণ উপকারী। বেশ কিছুটা নারিকেল তেল মুখে মেখে নিন, মেকআপ গলে উঠে আসবে। এছাড়া বেবি অয়েলও ব্যবহার করতে পারেন একইভাবে।
ময়েশ্চারাইজার:
খুব দ্রুত মেকআপ তোলার জন্য ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন খুব কার্যকরী। ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন মুখে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে ফেলুন সেটা। কয়েক সেকেন্ডেই মেকআপ উঠে আসবে।
অলিভ অয়েল:
দুই চামচ অলিভ অয়েলের সাথে এক চামচ পানি মিশিয়ে ছোট কন্টেইনারে নিয়ে ভালো ভাবে ঝাকাতে হবে। এখন একটু তুলায় এই মিশ্রণটি নিয়ে মেকআপ তোলার কাজে ব্যবহার করুন।
শশা:
ভারী মেকআপ করার পর মেকআপ রিমুভার হিসেবে শসার রস ব্যবহার করতে পারেন। প্রথমে ত্বকের ওপর অলিভ অয়েল লাগিয়ে পাতলা কাপড় বা তুলার বলের সাহায্যে শসার রস ব্যবহার করুন।
আমন্ড অয়েল:
১ চামচ আমন্ড অয়েল সাথে ১ চামচ দুধের সাথে মিশিয়ে নিয়ে তুলোয় ভিজিয়ে মুখে হালকা করে ঘষে মেকআপ তুলে নিতে পারেন। মেকআপ তোলার সাথে সাথেই মুখ পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
সাবান এবং পানি:
মেকআপ তোলার জন্য সব থেকে সহজ উপায় হলো সাবান বা ফেসওয়াস দিয়ে মুখ ধোয়া। ১-২ বার সাবান বা ফেসওয়াস মুখে লাগিয়ে তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে খুব সহজেই মেকআপ উঠে যাবে।
রিমুভার ব্যবহার করুন:
মেকআপ তোলার জন্য আপনি মেকআপ রিমুভার ও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সারা মুখে রিমুভার লাগিয়ে টিসু দিয়ে ভালো করে মুছে ফেলুন মুখটা।
অলিভ অয়েল:
দুই চামচ অলিভ অয়েল এবং এক চামচ পানি এক সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ছোট একটি কন্টেইনারে ঢেলে নিয়ে ভালো ভাবে ঝাকাতে হবে। যেন পানির সাথে অলিভ অয়েল পুরোপুরি মিশে যায়। এই মিশ্রণটি নিয়ে তুলার সাহায্যে মেকআপ তোলার জন্য ব্যবহার করুন। দেখবেন এতে আপনার মেকআপ সহজেই উঠে যাবে।