ফ্যানের গতি বাড়ালে কি বেশি বিদ্যুৎ খরচ হয়?

ফ্যানের গতি বাড়ালে কি বেশি বিদ্যুৎ খরচ হয় নাকি কম খরচ হয় এটা অনেকের কাছে স্পষ্ট নয়। ফ্যানে বৈদ্যুতিক মোটর এবং কিছু ধাতব ব্লেড সংযুক্ত করা থাকে।

যখনই আমরা একটি ফ্যানের সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের কারনে মোটরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং তার ফলে ফ্যানটি ঘুরতে থাকে।

মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রক বা রেগুলেটর এবং মোটরের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।

কোনো ফ্যানের ভোল্টেজের পরিমাণ ঘূর্ণন গতির সমানুপাতীক হয়ে থাকে। অর্থাৎ ফ্যানের গতি ভোল্টেজের উপর নির্ভর করে ভোল্টেজ  বাড়লে ফ্যানের গতিও বাড়বে।

আমরা সাধারণত ২ ধরনের রেগুলেটর ব্যবহার করি

  • ইলেকট্রিক্যাল রেগুলেটর
  • ইলেকট্রনিক রেগুলেটর

ইলেকট্রিক্যাল রেগুলেটর:

এই রেগুলেটররে ফ্যানের ভোল্টেজ কমানোর জন্য রোধ বসানো থাকে। রেগুলেটর কমিয়ে দিলে বৈদ্যুতিক ফ্যান চলার সময় ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয় এবং বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতি কমে যায়। এই উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়।

ইলেকট্রিক্যাল রেগুলেটরের জন্য ফ্যানের গতি কম বেশি হয় কিন্তু তার সাথে রেগুলেটর লস কম ও বেশি হয়।

তাই বলা যায় এই রেগুলেটরের মাধ্যমে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করলে ফ্যানের গতি যাই হোক বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।

ইলেকট্রনিক রেগুলেটর:

থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয়ে থাকে।

এইগুলি কখনই খুব বেশি গরম হয় না এতে উত্তাপের পরিমাণ খুব কম হওয়ায় রেগুলেটর লস হয় না বললেই চলে।

ফলে বৈদ্যুতিক ফ্যানের গতি কমালে যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয় এবং ফ্যানের গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বেশি হয়।

ইলেকট্রনিক রেগুলেটর যদি ব্যবহার করা হয় তাহলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয়ে থাকে। ইলেকট্রনিক রেগুলেটর ইলেকট্রিক্যাল রেগুলেটরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুৎ সাশ্রয়ী হয়।

বিদ্যুৎ খরচ কম হবে নাকি বেশি হবে এটা নির্ভর করে আপনি কোন রেগুলেটর ব্যবহার করেন তার উপর। ফ্যান কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহাত করা হবে।