কচ্ছপ এবং টুনটুনি পাখি।
সে অনেক কাল আগের কথা একটি বট গাছের ডালে একটি টুনটুনি পাখি বাসা বেঁধে ছিল। হঠাৎ করে একদিন এক কচ্ছপ সেই গাছের ছায়ার তলায় বসে বিশ্রাম করছিল। বিশ্রাম করতে করতে সে গাছের ডালে সেই টুনটুনি পাখিটিকে দেখতে পেল।
তখন কচ্ছপটি পাখিকে বললো, “এ তুমি কেমন বাসা বেঁধেছ? না আছে এর ছাদ, না কোনো সৌন্দর্য্য! তোমার নিজে হাতে বানানো এই বাসার থেকে আমার এই ঘর যা আমার পিঠের ওপরে আছে তা অনেক বেশি সুন্দর।”
তখন উত্তরে পাখিটি বললো, “হ্যাঁ, সত্যিই আমার বানানো বাসাটি দেখতে খুবই কদাকার, কিন্তু যেহেতু এটি আমি বানিয়েছি, তাই এই বাসাকে আমি খুব ভালবাসি।” কচ্ছপটি আবার বললো, “তোমার বাসা এতটাই বাজে দেখতে যে তুমি নিশ্চই আমার খোলসটি দেখে খুব হিংসা করো।”
এবার উত্তরে পাখি বললো, “আমার বাসায় এতটাই জায়গা আছে যে এখানে আমি ছাড়া আমার পরিবার ও বন্ধুরাও থাকতে পারবে। আর তোমার খোলস হয়তো খুবই সুন্দর, কিন্তু সেখানে তুমি একেবারে একা। তোমার সাথে আর কেউ থাকতে পারবে না।”