নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি?

নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে?


যেসব গ্যাসীয় মৌল রাসায়নিকভাবে নিস্ক্রিয় অর্থাৎ অন্য কোনো মৌলের সাথে সংযুক্ত হয় না, এমনকি নিজেদের মধ্যেও সংযুক্ত হয় না, সর্বদা এক পরমাণুক অবস্থা বিরাজ করে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস (Noble Gas) বলে।

noble-gases

অন্যভাবে বললে বলা যায়, পর্যায় সারণির যেসব মৌলের পরমাণু সমূহ ইলেকট্রন আদান, প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।

নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি?


নিস্ক্রিয় গ্যাস মোট ৭টি। যথাঃ

১. হিলিয়াম (He)
২. নিয়ন (Ne)
৩. আর্গন (Ar)
৪. ক্রিপ্টন (Kr)
৫. জেনন (Xe)
৬. রেডন (Rn)
৭. ওগানেসন (Og)

হিলিয়াম (He):



He

হিলিয়াম (ইংরেজি: Helium) পর্যায় সারণির ২য় মৌল। এর প্রতীক He। এটি পর্যায় সারণি ১ম পর্যায়ের শূন্য গ্রুপ-২ এ অবস্থিত। ভরের দিক দিয়ে এটি দ্বিতীয় হালকা মৌলিক পদার্থ। একমাত্র হাইড্রোজেন এর চেয়ে হালকা। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এই মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ২।

নিয়ন (Ne):



Ne

নিয়ন একটি গ্যাসীয় মৌলিক পদার্থ। এটি একটি নিস্ক্রিয় গ্যাস। এর প্রতীক Ne এবং এর পারমাণবিক সংখ্যা ১০। নিয়ন পর্যায় সারণির গ্রুপ-১৮ এবং পর্যায়-২ অবস্থিত।

আর্গন (Ar):



Ar

আর্গন একটি রাসায়নিক মৌল যার প্রতীক Ar এবং পারমাণবিক সংখ্যা ১৮। এটি পর্যায় সারণীর গ্রুপ ১৮ তে অবস্থিত একটি নিষ্ক্রিয় গ্যাস। ০.৯৪৩% (৯৩৪০ ppmv) উপস্থিতি নিয়ে আর্গন হল পৃথিবীর বায়ুমণ্ডলে তৃতীয় সর্বাধিক পরিমাণের গ্যাস।

ক্রিপ্টন (Kr):



Kr

ক্রিপ্টন একটি রাসায়নিক উপাদান যার প্রতীক Kr এবং পারমাণবিক সংখ্যা ৩৬। এটি একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন মহৎ গ্যাস যা বায়ুমণ্ডলে ট্রেস পরিমাণে ঘটে এবং প্রায়শই ফ্লুরোসেন্ট ল্যাম্পে অন্যান্য বিরল গ্যাসের সাথে ব্যবহার করা হয়।

জেনন (Xe):



Xe

জেনন গ্যাসের যোজনী শুন্য। অর্থাৎ, এর শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ বা যোজ্যতাস্তর আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ যে কারণে এটি উৎকৃষ্ট বা নিষ্ক্রিয় গ্যাস যা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। আটটি ইলেক্ট্রন যোজ্যতাস্তরে থাকার ফলে স্থায়ী, কম শক্তিসম্পন্ন গঠন তৈরি হয় যাতে শেষ কক্ষপথের ইলেক্ট্রন শক্তভাবে আবদ্ধ থাকে।

রেডন (Rn):



radon

রেডন (radon, Rn) পর্যায় সারণীর ৮৬তম মৌল। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এটিই সবচেয়ে ভারী। এটি অত্যন্ত তেজস্ক্রিয় এবং প্রকৃতিতে এর প্রাচুর্য খুবই কম। আমরা রেডন বলতে যা বুঝি তা প্রকৃতপক্ষে ৮৬তম রাসায়নিক মৌলের তিনটি সমস্থানিক মিশ্রণের নাম।

ওগানেসন (Og):



Og

ওগানেসন একটি কৃত্রিম রাসায়নিক উপাদান, পর্যায়সারণীর সবচেয়ে ভারী মৌল। এটি একটি তেজস্ক্রিয় মৌল। এর পারমাণবিক সংখ্যা ১১৮। এর প্রতীক Og। এটা রাশিয়া এবং আমেরিকার বিজ্ঞানীদের প্রচেষ্টায় রাশিয়ার ডুবনা শহরে জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ (JINR) ২০০২ সালে প্রথম শনাক্ত করে।