হেপাটাইটিস কত প্রকার ও কি কি?

হেপাটাইটিস লিভারের প্রদাহজনক অবস্থা বোঝায়। সহজ ভাষায়, হেপাটাইটিস হল লিভারের প্রদাহ। এটি সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে হয়, কিন্তু হেপাটাইটিস হওয়ার অন্যান্য কারণও রয়েছে। এর মধ্যে রয়েছে অটোইমিউন হেপাটাইটিস এবং হেপাটাইটিস যা ওষুধ, টক্সিন এবং অ্যালকোহল পানের ফলে ঘটে। অটোইমিউন হেপাটাইটিস এমন একটি রোগ যা আপনার শরীর লিভারের টিস্যুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার সময় হয়।

সাধারণত দূষিত খাবার বা জলের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। রোগের বিস্তার না ঘটা পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রেই কোনও নির্দিষ্ট লক্ষণ ধরা পরে না। হেপাটাইটিসে আক্রান্ত হলে শরীর দুর্বল, বমি বমি ভাব, পেটব্যথা, শরীর হলুদ বর্ণ ধারণ করা এবং হলুদ প্রস্রাবের মতো উপসর্গ দেখা দিতে পারে।

হেপাটাইটিসের ৫ টি ভাইরাস হল এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে টাইপ-বি এবং সি মারাত্মক রূপ নেয় এবং লিভার সিরোসিস এবং ক্যান্সার মত মারাত্ম আকার ধারণ করে। প্রতিটি ভাইরাসের সংক্রামিত হেপাটাইটিসের জন্য আলাদা ভাইরাস দায়ী। হেপাটাইটিস-ই সাধারণত তীব্র হয় কিন্তু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বিপজ্জনক হতে পারে।

হেপাটাইটিস কত প্রকার ও কি কি

নিচে হেপাটাইটিস কত প্রকার ও কি কি দেওয়া হলো –

হেপাটাইটিস-এ

হেপাটাইটিস-এ হেপাটাইটিস-এ ভাইরাস (HAV) সংক্রমণের কারণে হয়। এই ধরনের হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস এ আক্রান্ত ব্যক্তির মল দ্বারা দূষিত খাবার বা পানি থেকে সংক্রমিত হয়। এই রোগের ক্ষেত্রে, লিভার ফুলে যাওয়া, ক্ষিদে কমে যাওয়া, জ্বর, বমি এবং জয়েন্টে ব্যথা মত উপসর্গ দেখা যায়।

হেপাটাইটিস-বি

হেপাটাইটিস-বি সংক্রামক শরীরের রক্ত কিংবা দেহনিঃসৃত তরলের মাধ্যমে হেপাটাইটিস-বি ভাইরাস (HBV) ছড়ায়। ইনজেকশন ড্রাগ ব্যবহার, সংক্রামিত সঙ্গীর সাথে মেলামেশা করা হেপাটাইটিস-বি হওয়ার ঝুঁকি বাড়ায়।

হেপাটাইটিস-সি

হেপাটাইটিস-সি হেপাটাইটিস-সি ভাইরাস (HCV) থেকে হয়। হেপাটাইটিস-সি সাধারণত ইনজেকশন এবং মিলনের মাধ্যমে ছড়ায়। HCV মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাধারণ রক্তবাহিত ভাইরাল সংক্রমণের মধ্যে একটি। এই ভাইরাসটি হেপাটাইটিস-এ এবং বি-এর চেয়ে বেশি বিপজ্জনক। পৃথিবী জুড়ে আনুমানিক ১৩০-১৭০ মিলিয়ন লোক হেপাটাইটিস-সি রোগে আক্রান্ত।

হেপাটাইটিস-ডি

হেপাটাইটিস-ডি হেপাটাইটিস-ডি ভাইরাস (HDV) দ্বারা সৃষ্ট একটি গুরুতর লিভারের রোগ। HDV সংক্রামিত রক্ত, সংক্রামিত সূঁচ ব্যবহার বা শেভিংয়ের অন্যান্য কিটগুলির ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাধ্যমে সংক্রামিত হয়। হেপাটাইটিস-ডি হেপাটাইটিসের একটি বিরল রূপ যা শুধুমাত্র হেপাটাইটিস-বি সংক্রমণের সাথে ঘটে। হেপাটাইটিস ডি ভাইরাস হেপাটাইটিস বি -এর উপস্থিতি ছাড়া সংখ্যাবৃদ্ধি করতে পারে না।

হেপাটাইটিস-ই

হেপাটাইটিস-ই HEV ভাইরাস দ্বারা সৃষ্ট একটি পানি বাহিত রোগ। হেপাটাইটিস-ই প্রধানত যেসব জায়গায় স্যানিটেশন ব্যবস্থা খারাপ সেই সব এলাকায় বেশি হয়।