স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাধারণ জ্ঞান।
স্নেহ জাতীয় খাদ্য প্রতিরোধ করে = চর্মরোগ
স্নেহ জাতীয় খাদ্য উপাদান বেশি থাকে = দুধে
দুধের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম = কেজিন
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় = ফুসফুস
হেপাটাইটিস রোগে আক্রান্ত হয় = যকৃৎ
বিলুরুবিন তৈরি হয় = যকৃতে
আয়োডিন পাওয়া যায় = শৈবালে
‘ভিটামিন’- এর উদ্ভাবক = স্যার ফ্রেডারিক গোল্যান্ড হপকিনস (যুক্তরাজ্য)
ভিটামিন ‘বি২’ (রিবোফ্লোবিন) এর অভাবে = মুখে ও জিহবায় ঘা হয়
ভিটামিন ‘ই’ এর কাজ হলো = প্রজননে সহয়তা করা
ভিটামিন ‘সি’ এর অভাবে = স্কার্ভি রোগ হয়
ভিটামিন ‘ডি’ এর অভাবে = রিকেট রোগ হয়
রক্তের গ্রুপ আবিষ্কার করেন = ল্যান্ড স্টেইনার (১৯৩০ সালে)
রক্তের সরবজনীন দাতা ও গ্রহীতা যথাক্রমে = O এবং AB গ্রুপ
রক্তচাপ মাপার যন্ত্রের নাম = স্ফিগমোম্যানোমিটার
ব্লাড প্রেসার কম হলে = মস্তিস্কের সরু রক্তনালীতে রক্ত পৌছায় না
অতিরিক্ত গ্রুকোজ দেহের পাকস্থলী অংশে জমা থাকে = গ্লাইকোজেন নামে
শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে = অগ্ন্যাশয় রস
রক্ত আমাশয়ের জীবানুর নাম = সিগেলা
মানবদেহে পানির পরিমান = শতকরা ৬৫-৯০ ভাগ