ট্রান্সফরমার (Transformer) কাকে বলে? ট্রান্সফরমার (Transformer) কত প্রকার ও কি কি?

ট্রান্সফরমার (Transformer) কাকে বলে?


ইংরেজি শব্দ ট্রান্সফরম থেকে ট্রান্সফরমার শব্দটির উৎপত্তি। যার বাংলা অর্থ রূপান্তর করা। ট্রান্সফর্মার (transformer) একটি স্থির যন্ত্র বিশেষ যার সাহায্যে ফ্রিকুয়েন্সি স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের মাধ্যমে এসি (AC) সাপ্লাই এর ভোল্টেজ (V) কমিয়ে এবং বৃদ্ধি করে ব্যবহার করা যায়।

Transformer_Transformer

অন্যভাবে বললে বলা যায়, ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুতের নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে এবং উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করে থাকে।

তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়। এই যন্ত্রে একটি কয়েলে তড়িৎ প্রবাহ পরিবর্তন করে অন্য কয়েলে আবিষ্ট তড়িতচ্চালক শক্তি বা তড়িৎ উৎপাদন করা হয়।

ট্রান্সফরমার (Transformer) কত প্রকার ও কি কি?


ট্রান্সফরমার (Transformer) প্রধানত দুই প্রকার। যথা:

১. আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার (Step up Transformer)
২. অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step down Transformer)

আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার (Step up Transformer):



Step up Transformer

যে ট্রান্সফরমার (Transformer) অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার (Transformer) বলে।

অন্যভাবে বললে বলা যায়, যে ধরনের ট্রান্সফরমারের প্রাইমারীতে কয়েলের তুলনায় সেকেন্ডারী কয়েলে বেশি ভোল্টেজ থাকে সেই ট্রান্সফরমারকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলে।

অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step down Transformer):



Step down Transformer

যে ট্রান্সফরমার (Transformer) অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার (Transformer) বলে।

অন্যভাবে বললে বলা যায়, যে ধরনের ট্রান্সফরমারের প্রাইমারী কয়েলের তুলনায় সেকেন্ডারী কয়েলে কম ভোল্টেজ থাকে সেই ট্রান্সফরমারকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে।