ওয়াই-ফাই (Wi-Fi) ও ওয়াইম্যাক্স (Wi-Max) কাকে বলে? এদের মধ্যে পার্থক্য কি?

ওয়াই-ফাই (Wi-Fi) কাকে বলে?


ওয়াই-ফাই (Wi-Fi) এর পূর্ণরূপ হলো- (Wireless Fidelity)। হাই স্পিড ইন্টারনেট এবং নেটওয়ার্ক সঞ্চালন করার জন্য ওয়াই-ফাই (Wi-Fi) এক ধরনের রেডিও তরঙ্গ ব্যবহার করে থাকে। ওয়াই-ফাই (Wi-Fi) এর মাধ্যমে আপনি মোবাইল, ল্যাপটপ এবং বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে তার ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ওয়াই-ফাই (Wi-Fi) লোকাল এরিয়া নেটওয়ার্ক টোপোলজির অন্তর্গত। সুতরাং, ওয়াই-ফাই (Wi-Fi) একটি ঘরের মধ্যে বা অল্প কিছু জায়গা জুড়ে ব্যবহার করা সম্ভব।

WIFI_WIFI

অন্যভাবে বললে বলা যায়, যে প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করে ইন্টারনেট এর সংযোগ স্থাপন করা যায়, তাকেই ওয়াই-ফাই (Wi-Fi) বলে।

এটি একটি জনপ্রিয় ওয়্যারলেস প্রযুক্তি যার সাহায্যে রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারসহ কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করা যায়।

ওয়াইম্যাক্স (Wi-Max) কাকে বলে?


ওয়াইম্যাক্স (Wi-Max) এর পূর্ণরূপ হচ্ছে (Worldwide Interoperability for Microwave Access) ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস। এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) প্রটোকল যা ফিক্সড এবং মোবাইল ইন্টারনেটে ব্যবহৃত হয়।

wimax

ওয়াইম্যাক্স (Wi-Max) হলো এমন এক ধরনের ইন্টারনেট টেকনোলজি যা অধিক দূরত্ব পর্যন্ত তারহীন ইন্টারনেট সেবা দিতে সক্ষম। সহজ কথায় ওয়াইম্যাক্স (Wi-Max) হলো একটি তার বিহীন ব্রডব্যান্ড প্রযুক্তি। ওয়াইম্যাক্স (Wi-Max) ক্যবল নেটওয়ার্ক ও মোবাইল ডাটার বিকল্প হিসেবে ব্যবহার কার হয়।

ওয়াই-ফাই (Wi-Fi) ও ওয়াইম্যাক্স (Wi-Max) এর মধ্যে পার্থক্য:


Wi-Fi

ওয়াই-ফাই (Wi-Fi) ওয়াইম্যাক্স (Wi-Max)
১. ওয়াই-ফাই (Wi-Fi) এর পূর্ণরূপ হলো- (Wireless Fidelity) ১. ওয়াইম্যাক্স (Wi-Max) এর পূর্ণরূপ হচ্ছে (Worldwide Interoperability for Microwave Access)।
২. ওয়াই-ফাই (Wi-Fi) এর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। ২. ওয়াইম্যাক্স (Wi-Max) এর নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে শক্তিশালী।
৩. ওয়াই-ফাই (Wi-Fi) হচ্ছে LAN (Local Area Network) লোকাল এরিয়া নেটওয়ার্ক। ৩. ওয়াইম্যাক্স (Wi-Max) হচ্ছে (WMAN) (Wireless Metropolitan Access Network) ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
৪. ওয়াই-ফাই (Wi-Fi) স্থাপন করতে সরকারের অনুমোদন লাগে না। ৪. ওয়াইম্যাক্স (Wi-Max) স্থাপন করতে সরকারের অনুমোদন লাগে।
৫. ওয়াই-ফাই (Wi-Fi) এর কাভারেজ এরিয়া ১০ মিটার থেকে ১০০ মিটার পর্যন্ত হয়ে থাকে। ৫. ওয়াইম্যাক্স (Wi-Max) এর কাভারেজ এরিয়া ১০ কি.মি. থেকে ৬০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
৬. LAN ব্যবহার করে হোটেল, ক্যাফে, বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ইন্টারনেট ব্যবহার করা যায়। ৬. বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে শহর এবং গ্রামে পোর্টেবল মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা যায়।
৭. ওয়াই-ফাই (Wi-Fi) এর ডেটা ট্রান্সমিশন রেট কম। ৭. ওয়াইম্যাক্স (Wi-Max) এর ডেটা ট্রান্সমিশন রেট বেশি।
৮. ওয়াই-ফাই (Wi-Fi) এর স্থাপন খরচ ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। ৮. ওয়াইম্যাক্স (Wi-Max) এর স্থাপন খরচ ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি।
৯. ওয়াই-ফাই (Wi-Fi) ব্যবহার করে বিস্তৃত এলাকা জুড়ে ডেটা ট্রান্সমিট করা যায়। ৯. ওয়াইম্যাক্স (Wi-Max) ব্যবহার করে একাধিক বেস স্টেশনের মাধ্যমে বিস্তৃত এলাকায় ডেটা ট্রান্সমিট করা যায়।