সংখ্যা দিয়ে বাংলা ছড়া।

ছোট্ট সোনামনিরা মজা করে সংখ্যা শিখতে চাও। তাহলে চলো সংখ্যা দিয়ে আজ আমরা একটি মজার ছড়া শিখি। এতে করে আমরা সহজে সংখ্যা মনে রাখতে পারবো। তাহলে আর দেরি না করে শুরু করি –

সংখ্যা দিয়ে বাংলা ছড়া

—————————

১, ২, ৩, ৪
পাঠ করি বার বার।


৫, ৬, ৭, ৮
ঐ দেখা যায় খেলার মাঠ।


৯, ১০, ১১, ১২
তারাতারি কাজ সারো।


১৩, ১৪, ১৫, ১৬
রাত পোহাল ভোর হলো।


১৭, ১৮, ১৯, ২০
রেলগাড়ি হিস্ হিস্।


২১, ২২, ২৩, ২৪
কানাকানি ফিসফিস।


২৫, ২৬, ২৭, ২৮
হেঁটে চলে কুমড়ো পটাশ।


২৯, ৩০, ৩১, ৩২
মাঠে চরে গরু মহিষ।


৩৩, ৩৪, ৩৫, ৩৬
ঘোড়াশালে ঘোড়ার সহিস।


৩৭, ৩৮, ৩৯, ৪০
টহল দিচ্ছে নগর পুলিশ।


৪১, ৪২, ৪৩, ৪৪
খেতে মজা পদ্মার ইলিশ।


৪৫, ৪৬, ৪৭, ৪৮
শিমুল তুলার কোমল বালিশ।


৪৯, ৫০
মাঠে মাঠে ধানের চাষ।