কম্পিউটার ভাইরাস কাকে বলে? কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়গুলো কী কী?

কম্পিউটার ভাইরাস কাকে বলে?


VIRUS এর পূর্ণরূপ হল- Vital Information and Resources Under Siege. ১৯৮৩ সালে ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমন করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে।

computer-Viruses

কম্পিউটার ভাইরাস এমন এক ধরনের ফাইল বা প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের স্বাভাবিক ফাইল বা প্রোগ্রামকে নষ্ট করে দিতে পারে। ভাইরাস ব্যবহারকারীর অনুমতি ব্যতীত নিজেরা নিজেদের কপি তৈরি করতে পারে। সাধারণত সিডি, পেনড্রাইভ ও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ে।

কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়গুলো কী কী?


কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায় সমূহ:
১. কম্পিউটার ভাইরাস প্রতিরোধে কম্পিউটারের প্রতিটি ফাইল, ফোল্ডার নিয়মিত স্ক্যান করতে হবে।
২. কম্পিউটার ভাইরাস প্রতিরোধে নিয়মিত ফাইল ব্যাকআপ করতে হবে।
৩. অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করতে হবে।
৪. কম্পিউটার ভাইরাস প্রতিরোধে অন্যের ডিস্ক কম্পিউটারে ব্যবহারের আগে অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করে ভাইরাস মুক্ত করতে হবে।
৫. কম্পিউটার ভাইরাস প্রতিরোধে Com ও Exe ফাইগুলোকে রিড অনলি (Read Only) করে রাখতে হবে।
৬. কম্পিউটার ভাইরাস প্রতিরোধে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
৭. কম্পিউটার ভাইরাস প্রতিরোধে চোরাই সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
৮. বিভিন্ন গেম থেকে বিরত থাকতে হবে। কেননা ভাইরাসের বড় বাহক হলো বিভিন্ন ধরনের গেম।
৯. ইন্টারনেট এর ফাইল কিংবা ই-মেইল গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে।
১০. অপ্রয়োজনীয় লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।
১১. অরক্ষিত ওয়াই-ফাই (Wi-Fi) এড়িয়ে চলুন।
১২. আধুনিক অপারেটিং সিস্টেম ব্যবহার করে কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করুন।