HTML এর সকল ট্যাগের নাম ও এর কাজ।

ট্যাগের নাম কাজ/বর্ণনা
<html> </html> (HTML) ডকুমেন্ট নির্দেশ করে
<head> </head> (HEAD) প্রোগ্রামে প্রধান অংশ নির্দেশ করে
<title> </title> (TITLE) ডকুমেন্ট শিরোনাম নির্দেশ করে
<body> </body> (BODY) প্রোগ্রাম মূল অভ্যন্তরস্থ অংশ নির্দেশ করে
<a> </a> (ANCHOR) নির্দেশ করে (hyperlink বানানোর জন্য)
<abbr> </abbr> (ABBREVIATION) সংক্ষিপ্তরূপ নির্দেশ করে
<b> </b> (BOLD) টেক্সট বোল্ড বা মোটা করার জন্য
<i> </i> (ITALIC) বাঁকা লেখা নির্দেশ করে (টেক্সটকে ইতালিক করার জন্য)
<big> </big> (BIG) স্বাভাভিকের চেয়ে বড় লেখা নির্দেশ করে
<small> </small> (SMALL) স্বাভাভিকের চেয়ে ছোট লেখা নির্দেশ করে
<blockquote> </blockquote> (BLOCKQUOTE) বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়
<br> </br> একটা লাইন ব্রেক তৈরি করে (লাইন ব্রেক করার জন্য ব্যবহৃত হয়।)
<code> </code> (CODE) প্রোগ্রামিং কোড বুঝানোর জন্য ব্যবহৃত হয়।
<table> </table> (TABLE) টেবিল তৈরি করতে
<col> </col> টেবিলে কলাম তৈরি করতে ব্যবহৃত হয়
<td> </td> টেবিলে সেল তৈরি করতে ব্যবহৃত হয়
<tr> </tr> টেবিলে সারি তৈরি করতে ব্যবহৃত হয়
<form> </form> (FORM) ফর্ম তৈরি করতে ব্যবহৃত হয়
<h1> </h1> (HEADER) শিরোনাম লিখতে ব্যবহৃত হয়।
<hr> </hr> সমান্তরাল রেখা তৈরি করে
<input> </input> (INPUT) ফর্ম ফিল্ডে তৈরি করতে ব্যবহৃত হয়
<li> </li> (LIST) তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়।
<ol> </ol> (ORDER LIST) অর্ডার তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়
<ul> </ul> (UNORDER LIST) আনঅর্ডার তালিকা তৈরি করতে ব্যবহৃত হয়।
<p> </p> (PARAGRAP) পৃথক প্যারাগ্রাফ তৈরি করতে ব্যবহৃত হয়।
<pre> </pre> (PRE-FORMATTED) পূর্ব ফর্মেটকৃত লেখা নির্ধেশ করে
<tt> </tt> (TELETYPE) টেলিটাইপ লেখা নির্ধেশ করে
<strong> </strong> (STRONG) স্ট্রঙ লেখা নির্ধেশ করে
<sub> </sub> (SUBSRICPTED) উপঃলিপি লেখা নির্ধেশ করে
<sup> </sup> (SUPERSRICPTED) সুপারস্ক্রিপ্ট লেখা নির্ধেশ করে
<meta> </meta> (META) মেটা ট্যাগ
<blink> </blink> লিখাকে blinking করার জন্য।
<ins> </ins> লিখাকে insert করার জন্য
<del> </del> লিখাকে delete করার জন্য
<strike> </strike> লিখার মাঝখানে দাগ দেওয়ার জন্য
<tt> </tt> লিখাকে টাইপ রাইটারে টাইপ করার মতো
<pre> </pre> যেভাবে লাইন ব্রেক,স্পেস, ট্যাব ইত্যাদি ব্যবহার করা হবে সেভাবে ব্রাউজারে দেখাবে।
<command> </command> কমান্ড বাটন তৈরীতে ব্যবহৃত হয়
<manu> </manu> মেন্যু নির্দেশের জন্য ব্যবহৃত হয়।
<strong> </strong> অধিক গুরুত্বপূর্ণ লিখাকে হাইলাইট করার জন্য।
<em> </em> অধিক গুরুত্বপূর্ণ লিখাকে emphasized করতে ব্যবহৃত হয়।
<sub> </sub> লিখাকে supscript করার জন্য।
<sup> </sup> লিখাকে superscript করার জন্য।
<abbr> </abbr> abbreviation ট্যাগ
<style> </style> বিষয়বস্তু কোন style a ব্রাউজারে দেখা যাবে তা এই teg এ বর্নিত হয়।
<center> </center> লিখা বা ছবিকে মাঝখানে align করার জন্য।
<cite> </cite> লিখাকে রেফারেন্স বা উদ্ধৃতি হিসাবে প্রকাশ করার জন্য।
<font> </font> লিখার বিভিন্ন নাম,কালার,সাইজ দেয়ার জন্য।
<address> </address> কোন ঠিকানা নিদিষ্ট করে দেখার জন্য।
<marquee> </marquee> লিখাকে একদিক থেকে অন্যদিকে চলাচল করানোর জন্য।
<caption> </caption> টেবিলের উপরে caption লিখার জন্য
<th> </th> টেবিলের হেডিং সেল বানানোর জন্য।
<audio> </audio> অডিও যোগ করার জন্য।
<video> </video> ভিডিও যোগ করার জন্য