স্ক্যানার (Scanner) কাকে বলে? স্ক্যানার (Scanner) কত প্রকার ও কি কি?

ট্রান্সফরমার (Transformer) কাকে বলে?


স্ক্যানার (Scanner) হলো এক ধরনের হার্ডওয়ার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস। যেটির সাহায্যে যেকোনো ডাটা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ, এটির সাহায্যে যেকোনো লেখা, ডকুমেন্ট বা ফটো স্ক্যান করা যায় এবং সেগুলো কে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করা যায়।

Android-Scanner

অন্যভাবে বললে বলা যায়, স্ক্যানার (Scanner) অনেকটা ফটোকপি মেশিনের মতো। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। এর মাধ্যমে যে কোন লেখা, ছবি, ড্রয়িং অবজেক্ট ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ডিজিটাল ইমেজ হিসেবে কনভার্ট করা যায়।

পরবর্তীতে বিভিন্ন সফটওয়্যার যেমন, এডোবি ফটোশপ (Adobe Photoshop) এর মাধ্যমে ডিজিটাল ইমেজকে ইচ্ছেমতাে এডিট করা যায়। স্ক্যানার কোন ছবি বা টেক্সটকে ইলেক্ট্রনিক সিগন্যালে কনভার্ট করে যা গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে ইমেজ বা পিকচারে রূপান্তরিত হয়।

ট্রান্সফরমার (Transformer) কত প্রকার ও কি কি?


স্ক্যানার (Scanner) প্রধানত তিন প্রকার। যথা:

১. ফ্লাটবেড স্ক্যানার (Flatbed Scanner)
২. ড্রাম স্ক্যানার (Drum Scanner)
৩. হ্যান্ড হেল্ড স্ক্যানার (Hand held Scanner)

ফ্লাটবেড স্ক্যানার (Flatbed Scanner):



Flatbed Scanner

কম দামের সবচেয়ে বেশি ব্যবহৃত স্ক্যানার হচ্ছে ফ্লাটবেড স্ক্যানার (Flatbed Scanner)। বাড়িতে বা অফিসে যে স্ক্যানার গুলো দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে ফ্লাটবেড স্ক্যানার (Flatbed Scanner) হয়ে থাকে। এই স্ক্যানার অনেকটা ফটো কপিয়ার মেশিনের মতাে।

এই scanner কোন টেবিল বা মেঝের উপর রেখে স্ক্যান করা যায়। স্ক্যানার এর উপরের অংশটা তুললে একটি কাচের অংশ দেখতে পাওয়া যাবে এবং সেখানে কোন ফটো, কোন টেক্সট বা কোনো ডকুমেন্ট রেখে দিয়ে স্ক্যান করতে হয়।

ড্রাম স্ক্যানার (Drum Scanner):



Drum Scanner

ড্রাম স্ক্যানারকে শীট-ফেড স্ক্যানার (Sheet-fed scanner) ও বলা হয়ে থাকে। এটি ব্যয়বহুল এবং পেশাদারী কাজের জন্য ব্যবহৃত হয়। ড্রাম স্ক্যানার কোন ডকুমেন্ট কে high resolution এ স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়। ড্রাম স্ক্যানারের দাম বেশি হওয়ার কারণে খুব কম জায়গায় ব্যবহার হয়।

এই স্ক্যানারে Photo Multiplier Tube (PMT) টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে কোনো ডকুমেন্টকে হাই রেজুলেশনে স্ক্যান করতে পারে। এর রেজ্যুলেশন সাধারণত ৯৬০০ X ৯৬০০ হয়ে থাকে।

হ্যান্ড হেল্ড স্ক্যানার (Hand held Scanner):



Hand held Scanner

এই স্ক্যানার গুলো সাইজ অনেক ছোট হয়। এই স্ক্যানার গুলোকে হাতে করে খুব সহজেই বহন করা যায়। হ্যান্ড হেল্ড স্ক্যানার মূলত বারকোড স্ক্যান করার জন্য ব্যবহার করা হয়।

Hand held scanner গুলো শপিংমলে বেশি ব্যবহার করা হয়। আপনারা শপিংমলে কোন কিছু কিনে যখন টাকা পেমেন্ট করতে যান তখন লক্ষ্য করবেন যে এই স্ক্যানার এর সাহায্যে প্রোডাক্ট এর উপর থাকা বারকোড গুলো স্ক্যান করা হয় এবং ওই আউটপুট কম্পিউটার দেখা যায়।