সোনার গহনা চকচকে রাখার কৌশল।
সোনার গহনা মেয়েদের কাছে খুবই প্রিয়। তবে প্রতিদিনের ব্যবহার করা বা অনেক দিন ফেলে রাখলে সোনার গহনার রং কালচে হয়ে যায়। তখন আর কোনো অনুষ্ঠানে সেটা পরে যাওয়ার মতন অবস্থায় থাকে না।
তাহলে কি পালিশ করতে সোনার দোকানে যেতে হবে? না আপনি চাইলেই এই গহনা আবার নতুনের মতন চকচকে করে তুলতে পারেন। চলুন জেনে নি কিভাবে ঘরে বসেই সোনার গহনা চকচকে করে রাখা যায়। সোনার আংটি, ব্রেসলেট, নেকলেস এবং অন্য জুয়েলারীগুলো পরিষ্কার করতে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুণ-
- একটি পাত্রে হালকা গরম পানি আর কিছু পরিমাণ তরল ডিটারজেন্ট নিয়ে ভালভাবে মেশাতে হবে।
- এইবার সোনার গহনাগুলো ১৫ মিনিট ডুবিয়ে রাখুন।
- এবার একটি নরম টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে ময়লা পরিষ্কার করুণ।
- এরপর পরিষ্কার হালকা গরম পানিতে ধুয়ে উঠিয়ে নিন।
- তারপর একটি নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে ফেলুন।
- সোনার গহনায় একটু সিঁদুর মাখিয়ে রাখলেও আগের মতোই উজ্জ্বলতা থাকে।
- এছাড়াও সোনার গহনার যদি উজ্জ্বলতা কমে যায়, তাহলে তাতে ভালো করে টুথপেস্ট মাখিয়ে কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন গহনার উজ্জ্বলতা ফিরে এসেছে।