রূপচর্চায় চিনির ব্যবহার।

বয়স বেড়ে গেলে চিনি খাওয়া নিষেধ হলেও রূপচর্চায় চিনির ব্যবহার আছে। চিনি রূপচর্চায় যে কোনো বয়সে ব্যবহার করা যায়। এতে ত্বক উজ্জ্বল হবে।

জেনে নিন, রূপচর্চায় চিনির ব্যবহার সম্পর্কে-

স্ক্রাবার হিসেবে:

চিনি স্ক্রাব হিসেবে কাজ করে। নারকেলের তেল বা অলিভ অয়েলের সঙ্গে চিনি ও লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

মরা চামড়া দূর করতে:

মরা চামড়া চেহারার জেল্লা কমিয়ে দিয়ে রুক্ষ ভাব আনে। এই মরা চামড়া তুলতে ১ চামচ গরম নারকেল তেলের সঙ্গে ২ চামচ চিনি মিশিয়ে মুখে স্ক্রাব করুন। এরপর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

স্ট্রেচ মার্ক দূর করতে:

এই স্ট্রেচ মার্ক তুলতে পারে চিনি। কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে রোজ ত্বকে মালিশ করুন। নিয়মিত করলে ধীরে ধীরে হালকা হয়ে যাবে স্ট্রেচ মার্ক।

ঠোঁট সুন্দর করতে:

শীত গ্রীষ্ম বর্ষা, অনেকের বারো মাসই ঠোঁট ফাটে। চিনি ও বিটের রস এক সঙ্গে মিশিয়ে ঠোঁটে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের যত্নে:

শীতে অনেকেরই ত্বক শুকিয়ে যায়। এক্ষেত্রে তিলের তেল, চিনি ও কয়েক ফোঁটা অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট।

তৈলাক্ত ত্বকের যত্নে:

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এই স্ক্রাব খুবই ভালো। ওটস, দুই ফোঁটা অলিভ অয়েল, চিনি আর মধু ভালো করে মিশিয়ে নিয়ে এই স্ক্রাবটি মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে:

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে চিনি খুবই কার্যকরী। এজন্য কয়েক ফোঁটা অলিভ অয়েল ও ১ চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

পায়ের যত্নে:

নারকেল তেল, চিনি আর কফি পাউডার একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে পায়ের পাতায় ভালো করে ম্যাসাজ করুন। এতে পায়ের ময়লা উঠে গিয়ে পা আগের থেকে নরম হয়েছে।