যেসব কারণে গর্ভপাত হয়।

গর্ভাবস্থার প্রথম ৩ তিন মাসের মধ্যে গর্ভপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ২০ সপ্তাহ গর্ভধারণের পরে মাত্র ১% গর্ভপাত হয়ে থাকে। সন্তান ধারণ এবং জন্মদান সব নারীর জীবনেই কাঙ্ক্ষিত একটি বিষয়।

কিন্তু সন্তান ধারণের পরে অনেক সময় গর্ভপাতের মতো দুর্ঘটনা ঘটতে পারে। গর্ভধারণের প্রাথমিক পর্যায় গর্ভবতী মায়েদের জন্যই অনেক গুরুত্বপূর্ণ সময়।

যেসব কারণে গর্ভপাত হয়

কি কারণে অকাল গর্ভপাতের মতো দুর্ঘটনা ঘটে চলুন জেনে নেওয়া যাক-

  • অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা থাইরয়েড রোগ যদি বেশি থাকে অথবা প্রজেস্টেরন হরমোনের ঘাটতি থাকলে গর্ভপাত হতে পারে।
  • ভারী কাজ বা যাতায়াতের ঝাকুনির ফলে গর্ভপাত হতে পারে।
  • জরায়ুর অস্বাভাবিকতা কারণেও হতে পারে।
  • ধূমপান, স্থূলতা, পরিবেশ দূষণ, অতিরিক্ত অ্যালকোহল পান বা অবৈধ ওষুধ গ্রহণের ফলে গর্ভপাত হতে পারে।
  • ক্রোমোজমের ত্রুটিও গর্ভপাতের একটি কারণ।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত কারণেও গর্ভপাত হতে পারে।
  • জরায়ুতে কোনো টিউমার, জরায়ুর ভেতর পর্দা, জন্মগতভাবে জরায়ুর আকৃতিগত কোনো সমস্যা, জরায়ুমুখের দুর্বলতা ইত্যাদি কারণেও বারবার গর্ভপাত হতে পারে।
  • ডিম্বাণু ও শুক্রাণুর গুণগতমানের সমস্যা থাকলেও গর্ভপাত হবে।