বিদ্যুৎ অপচয় রোধ করার উপায়।
আমরা আমাদের অজান্তেই প্রতিদিন বিদ্যুৎ অপচয় করি। দিনের বেলাতে লাইট জ্বালিয়ে রাখি। প্রয়োজন ছাড়া ফ্যান চালিয়ে রাখি। সেই সাথে আধুনিক প্রযুক্তিতো আছেই।
তবে আমাদের বিদ্যুৎ ব্যবহারের সময় মাথায় রাখা উচিত যেন বিদ্যুৎ অপচয় না হয়। চলুন জেনে নিই, বিদ্যুৎ অপচয় রোধ করার কিছু উপায় সম্পর্কে-
- টিউব লাইটে ইলেকট্রিক্যাল ব্যালেস্ট ব্যবহার না করে ভাল মানের ইলেকট্রনিক্স ব্যালেস্ট ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে।
- ফ্যানের রেগুলেটর ইলেকট্রনিক্স রেগুলেটর হলেও বিদ্যুৎ বিল কম আসে। তাই চেষ্টা করুন ইলেক্ট্রনিক্স রেগুলেটর ব্যবহার করতে।
- দেয়ালের পয়েন্টে অযথা চার্জার লাগিয়ে সুইচ অন রাখলেও বিদ্যুৎ খরচ হয়। দরকার না হলে প্লাগ খুলে/সুইচ বন্ধ করে রাখুন।
- দরকার না হলে লাইট, ফ্যান, পিসি বন্ধ করে রাখুন।
- বিদ্যুৎ সংযোগ খারাপ হলে আপনার বিদ্যুৎ খরচ বেশি হতে পারে। তাই খারাপ সংযোগ থাকলে তা সারিয়ে ফেলুন।
- পুরনো লাইট বাল্বের বদলে এনার্জি বাল্ব ব্যবহার করুন।
- ওয়াশিং মেশিনের ব্যবহার কমান।
- অযথা এসি ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন না। কারণ এসিতে বিদ্যুৎ অপচয় হয় বেশি।
- পানি গরম হয়ে গেলে গিজার বা হিটার বন্ধ রাখুন।
- ঘরের জানালা গুলো খুলে পর্দা সরিয়ে রাখুন। দিনের আলোয় কাজ করা অভ্যাস করুন।
আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি যত্নবান হতে হবে।