নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ক প্রশ্নোত্তর

প্রশ্নঃ মানুষের ভালাে মন্দের নির্দেশনা দান করে?
উত্তরঃ আইন।
প্রশ্নঃ মূল্যবােধ প্রতিষ্ঠা করে সমাজের অগ্রগতি ত্বরান্বিত করে?
উত্তরঃ শ্রমের মর্যাদা।
প্রশ্নঃ রাষ্ট্রে শান্তি ও সুখ্যাতি প্রতিষ্ঠা করে?
উত্তরঃ সহনশীলতা।
প্রশ্নঃ রাষ্ট্রে স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করে?
উত্তরঃ দুর্নীতি।
প্রশ্নঃ নাগরিক অধিকারকে সংরক্ষণ করে?
উত্তরঃ আইনের শাসন।
প্রশ্নঃ নীতি ও ঔচিত্যবােধের ভিত্তি ভূমি ও বিকাশ ক্ষেত্র?
উত্তরঃ বিবেক ও সমাজ।
প্রশ্নঃ বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি
উত্তরঃ সামাজিক মূল্যবােধ।
প্রশ্নঃ মতামত প্রদানের অধিকার ব্যক্তির?
উত্তরঃ আইনগত অধিকার।
প্রশ্নঃ ক্ষমতার ভারসাম্য নীতি প্রকৃত কার্যকর
উত্তরঃ যুক্তরাষ্ট্রে।
প্রশ্নঃ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা?
উত্তরঃ সরকারের দায়িত্ব।
প্রশ্নঃ স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দরকার
উত্তরঃ সুশাসন।
প্রশ্নঃ সরকারের কার্যকারিতা নষ্ট হয়?
উত্তরঃ নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে।
প্রশ্নঃ পরিবর্তন প্রতিরােধের মানসিকতা প্রকটভাবে পরিলক্ষিত হয়?
উত্তরঃ আমলাদের মধ্যে।
প্রশ্নঃ রাষ্ট্রীয় শাসন কাঠামাের উন্নতির কৌশল হিসাবে সূচিত হয়েছে?
উত্তরঃ সুশাসন প্রত্যয়টি।
প্রশ্নঃ সামগ্রিক শিক্ষার লক্ষ্যেরই একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে?
উত্তরঃ মূল্যবােধ শিক্ষা।
প্রশ্নঃ সরকার ও রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয়ই?
উত্তরঃ মূল্যবােধ ও সুশাসনের উপাদান।
প্রশ্নঃ রাষ্ট্রনায়কদের মূল্যবােধের অভাব থাকলে কখনাে সম্ভব হয় না
উত্তরঃ সুশাসন প্রতিষ্ঠা।
প্রশ্নঃ নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে?
উত্তরঃ সুশাসন।
প্রশ্নঃ সামাজিক ন্যায়বিচার ও শৃঙ্খলাবােধের উন্মেষ ঘটায়?
উত্তরঃ মূল্যবােধ।
প্রশ্নঃ মতামত প্রদানের অধিকার ব্যক্তির?
উত্তরঃ আইনগত অধিকার।
প্রশ্নঃ মূল্যবােধ সংরক্ষিত হয়?
উত্তরঃ নাগরিকের অংশগ্রহণের দ্বারা।
প্রশ্নঃ মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ মূল্যবােধ।
প্রশ্নঃ “সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে” উক্তিটি?
উত্তরঃ ইউএনডিপির।
প্রশ্নঃ নৈতিকতা ও মূল্যবােধের যথার্থ বিকাশ ঘটায়
উত্তরঃ সুশাসন।
প্রশ্নঃ গণতান্ত্রিক মূল্যবােধের চর্চা ছাড়া আশা করা যায়?
উত্তরঃ সুশাসন।
প্রশ্নঃ গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষা হলাে?
উত্তরঃ আত্মসংযম।
প্রশ্নঃ নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে?
উত্তরঃ নিরপেক্ষ নির্বাচনের জন্য।
প্রশ্নঃ দুর্নীতি বৃদ্ধির পশ্চাতে অনেকাংশে দায়ী?
উত্তরঃ দুর্বল নেতৃত্ব।
প্রশ্নঃ উত্তম শাসনতন্ত্র বা শাসনব্যবস্থা হলাে?
উত্তরঃ গণতন্ত্র।
প্রশ্নঃ অধিকতর জনকল্যাণমুখী শাসনই?
উত্তরঃ সুশাসন।
প্রশ্নঃ দুর্নীতির সাথে সুশাসনের সম্পর্ক?
উত্তরঃ বিপরীতমুখী।
প্রশ্নঃ নাগরিকের অধিকারকে সংরক্ষণ করে না?
উত্তরঃ রাজনৈতিক দল।
প্রশ্নঃ সুশাসনের মানদণ্ড?
উত্তরঃ জনগণের সম্মতি ও সন্তুষ্টি।
প্রশ্নঃ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ?
উত্তরঃ অবনমিত রাজনৈতিক সংস্কৃতি।
প্রশ্নঃ বিবাহ সম্পর্কিত ‘এজ অব কনসেন্ট’ আইন পাস হয়?
উত্তরঃ ব্রিটিশ আমলে।
প্রশ্নঃ সামাজিক ও ধর্মীয় আদর্শ, মূল্যবােধ ও নৈতিকতার পরিপন্থি হলাে?
উত্তরঃ অপসংস্কৃতি।
প্রশ্নঃ আইনের শাসন না থাকলে থাকে না?
উত্তরঃ গণতন্ত্র।
প্রশ্নঃ মানবাধিকারের উৎস ও রক্ষক হলাে?
উত্তরঃ জাতিসংঘ।
প্রশ্নঃ নাগরিকের মর্যাদা বৃদ্ধি করে?
উত্তরঃ গণতান্ত্রিক মূল্যবােধ।
প্রশ্নঃ সাংস্কৃতিক মূল্যবােধের উৎস?
উত্তরঃ সামাজিক প্রথা।
প্রশ্নঃ সভ্য সমাজের মানদণ্ড হলাে?
উত্তরঃ আইনের শাসন।
প্রশ্নঃ আইনের শাসনের মৌলিক শর্ত?
উত্তরঃ তিনটি।
প্রশ্নঃ নাগরিক অধিকারকে সংরক্ষণ করে?
উত্তরঃ আইনের শাসন।