মস্তিষ্ক কাকে বলে? মস্তিষ্কের কয়টি অংশ ও কি কি?

মস্তিষ্ক কাকে বলে?


সুষুম্নাকাণ্ডের বা মেরুরজ্জুর অগ্রভাগে অবস্থিত এবং করোটির দ্বারা সুরক্ষিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত যে অংশটিতে প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি স্নায়বিক আবেগ নিয়ন্ত্রিত হয় তাকে মস্তিষ্ক বা ব্রেন বলে।

brain

মানব মস্তিষ্ক মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ। এটি সুষুম্নাকাণ্ডের সাথে মিলে মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করেছে। মানুষের মস্তিষ্ক গুরুমস্তিষ্ক, মস্তিষ্ককাণ্ড ও লঘুমস্তিষ্ক নামক তিনটি অংশ নিয়ে গঠিত। মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।

মস্তিষ্কের কয়টি অংশ ও কি কি?


মস্তিষ্ককে তিন ভাগে ভাগ করা যায়।। যথা:

১. গুরুমস্তিষ্ক
২. মস্তিষ্ককাণ্ড
৩. লঘুমস্তিষ্ক

গুরুমস্তিষ্ক:



Cerebrum

অগ্রমস্তিষ্কের (Fore-brain) দুটি গোলার্ধে বিভক্ত মস্তিষ্কের সর্বাপেক্ষা যে বৃহদাকার অংশ প্রাণীদের স্মৃতি, চিন্তা, শিক্ষা, বুদ্ধি এবং তাপ, চাপ, স্পর্শ, যন্ত্রণা, কম্পন প্রভৃতি নিয়ন্ত্রণ করে তাকে সেরিব্রাম বা গুরুমস্তিষ্ক বলে।

মস্তিষ্ককাণ্ড:



brainstem

মস্তিষ্ককাণ্ড (ইংরেজি: brainstem) মস্তিষ্কের পেছনের একটি অংশ যা শেষে সুষুম্নাকাণ্ড পর্যন্ত বিস্তৃত। মস্তিষ্ককাণ্ডকে মস্তিষ্কের গোড়া হিসেবে বিবেচনা করা যায়।

এর অংশগুলোর মধ্যে রয়েছে মধ্যমস্তিষ্ক, পন্স ও পশ্চাৎমস্তিষ্কের মেডুলা অবলংগাটা। কিছু ক্ষেত্রে অগ্রমস্তিষ্কের কডাল অংশের অন্তর্ভুক্ত আন্তরমস্তিষ্ককেও মস্তিষ্ককাণ্ডের অন্তর্গত হিসেবে ধরা হয়।

লঘুমস্তিষ্ক:



movement

লঘুমস্তিষ্ক বা সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আজ্ঞাবাহী কাজ করে থাকে। এছাড়াও এটি মনোযোগ, ভাষা এর মত সূক্ষ্ম কাজের সাথেও জড়িত।

রাগ, আবেগ প্রকাশে নিয়ন্ত্রকের কাজ করলেও এর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন (movement) সংশ্লিষ্ট কাজই সবচেয়ে গুরুত্ববহন করে। লঘুমস্তিষ্ক মেরুরজ্জু (Spinal Cord) এবং মস্তিষ্ক (Brain) এর অন্যান্য অংশ থেকে সংবেদী সংকেত গ্রহণ করে সেগুলোকে একত্র করে সূক্ষ্ম মুভমেন্টে পরিণত করে।

রেফারেন্স: