নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা বা সুন্দর করে কথা বলার উপায়।

সুন্দর করে কথা বলা আমাদের ব্যক্তিত্বে অন্য রকম এক মাত্রা যোগ করে। ব্যক্তিত্বের মাধুর্যতা বহন করে। সুন্দর করে কথা বলার গুণ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়। সুন্দর করে কথা বলতে না পারার কারণে অনেক সময় জীবনে পিছিয়ে পড়তে হয়।

সুন্দর করে কথা বলাটা খুব কঠিন কোনো কাজ নয়। নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা বা সুন্দর করে কথা শুধুমাত্র চর্চার বিষয়। তাই নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা বা সুন্দর করে কথা বলার উপায় জানতে হবে বা শিখতে হবে।

নিজেকে সুন্দরভাবে প্রকাশ করা বা সুন্দর করে কথা বলার উপায় নিচে আলোচনা করা হলো-

নিজেকে বিশ্লেষণ করা:

প্রথমেই আপনি কী বিষয়ে কথা বলছেন, কীভাবে কথাটি শুরু করছেন, কার সঙ্গে কথা বলছেন এটা মাথায় রাখুন। যেই বিষয় নিয়ে আপনি কথা বলছেন সেই বিষয়ে আপনার দক্ষতা কেমন এটি জানাও খুব জরুরি। আসলে সুন্দর করে কথা বলা পুরোটাই চর্চার ওপর নির্ভর করে।

কথা শোনার উপর গুরুত্ব দিন:

কোন আলোচনায় যোগ দিতে গেলে আগে শুনতে হবে কে কী বলছে। হটাৎ করে কোন মন্তব্য করবেন না। মূল বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করুন। কেউ যদি অনেক সুন্দর করে উপস্থাপন করে তাকে অনুসরণ করতে পারেন।

কথা বলার আগে চিন্তা করা:

কথা বলার আগে চিন্তা করুন আপনি কি বলতে যাচ্ছেন, যেটা বলতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে কি না।

শরীর ও মুখের অভিব্যক্তি প্রকাশ করা:

হাসিমুখে কথা বলা শিখুন আর ভাষার দিকে নজর দিন। চোখে চোখ রেখে কথা বলা শিখুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাষা সংশোধনে সময় নিন। অনুশীলনের মাধ্যমে নিজের মধ্যে পরিবর্তন করতে পারবেন।

একটু বিরতি দিয়ে কথা বলা:

কথা বলার সময় একটানা কথা না বলে একটু বিরতি দিয়ে ধীরে ধীরে কথা বলুন। একটু ধীরে প্রত্যেকটা শব্দের উপর পর্যাপ্ত জোর দিয়ে কথা বলার চেষ্টা করুন। এতে করে আপনার কথা সবাই প্রথমবারেই বুঝবে এবং আপনাকে দেখবে একটু আলাদা দৃষ্টিতে।

আত্মবিশ্বাসের সাথে কথা বলা:

যা বলবেন আত্মবিশ্বাসের সাথে বলবেন। যেখানে জোরে কথা বলা দরকার সেখানে জোরে, যেখানে আস্তে কথা বলা দরকার সেখানে আস্তে কথা বলুন। দ্বিধা নিয়ে কিছু বলা উচিৎ নয়।

নেতিবাচক কথা পরিহার করা:

কথা বলার সময় নেতিবাচক কথা পরিহার করুন। যারা গুছিয়ে কথা বলেন, তারা আসলে কম শব্দে খুব বেশি কাজের কথা বলেন। কথা বলার সময় জটিল বাক্য ব্যবহার করবেন না। সরল ও সাধারণ শব্দ ও বাক্যে কথা বলার চেষ্টা করুন।

সৎ এবং সত্যবাদী হওয়া:

সত্যবাদী হওয়াটা আবশ্যক। একজন মিথ্যাবাদী মানুষ যতই স্মার্টনেস অর্জন করুক না কেন, স্থায়ী হন না বেশি দিন। সৎ মানুষের কথা অনেকদিন মানুষ মনে রাখেন।

এই বিষয় গুলো খেয়াল রাখলে আপনি নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন।