দামি মোবাইলটি কি চুরি বা হারিয়ে গিয়েছে? জেনে নিন উদ্ধারে আইনি পরামর্শ।
তাই হঠাৎ করে মোবাইল ফোনটি চুরি হলে বা হারিয়ে গেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি।
সেকারণে জেনে নিন কিভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ দামি মোবাইল ফোনটি হারিয়ে বা চুরি হয়ে গেলে উদ্ধার করতে পারেন।
আই এম ই আই নাম্বার সংগ্রহ:
আপনার ব্যবহৃত দামি মোবাইল সেটটি যদি চুরি বা হারিয়ে যায় তাহলে প্রথমে আপনি আপনার মোবাইলের আই এম ই আই (IMEI) নাম্বার টি সংগ্রহ করুন।
এই আই এম ই আই (IMEI) নাম্বার মোবাইল ফোন কেনার সময় ওয়ারেন্টি কার্ড এর সাথে আপনাকে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মোবাইল সরঞ্জাম সনাক্তকরণ বা সংক্ষেপে আই এম ই আই (IMEI) সংখ্যাটি ১৫ বা ১৭ ডিজিটের অনন্য একটি সংখ্যা যা মোবাইল ডিভাইস সনাক্ত করতে ব্যবহৃত হয়।
মোবাইলের তথ্যসহ থানায় জিডি:
আপনার মোবাইল ফোনটির বিবরণ অর্থাৎ কোন কোম্পানির, কোন মডেলের ফোন, সেটিতে কোন সিম ব্যবহৃত হতো, আই এম ই আই (IMEI) নাম্বার সহ নিকটস্থ থানাতে গিয়ে একটি জিডি করুন।
থানায় জিডি করলে কি হবে?
আপনি জিডি করার ২, ৪ দিন এর ভিতরে আপনার মোবাইল সেটটি পেয়ে যাবেন তা নয়।
আপনার জিডির প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করা শুরু করবেন এবং আপনার মোবাইলের আই এম ই আই (IMEI) নম্বরটিকে ট্র্যাকিং এ দিবেন।
এতে আপনার মোবাইল সেটটি পরবর্তীতে চালু হলে তারা জানতে পারবেন যে মোবাইলটি ব্যবহৃত হচ্ছে এবং কোন সিম ঐ মোবাইলে ব্যবহৃত হচ্ছে।
আপনার মোবাইল ফোনটি চুরি হলে চোর হয়তো আপনার ফোনটি ২, ৪ দিন পরেই অন করবে না।
এই কারণে যদি ২, ৪ মাস পর মোবাইল সেটটি অন করে কেউ ব্যবহার করা শুরু করে তাহলে সংশ্লিষ্ট থানার সহযোগিতা থাকলে এবং আপনি হাল না ছাড়লে, আপনার মূল্যবান ফোনটি আপনি ফিরে পেতে পারেন।