ডায়ালাইসিস কি? কখন ডায়ালাইসিস করতে হয়।
ডায়ালাইসিস হচ্ছে যন্ত্রের সাহায্যে রক্ত পরিশোধন বা রক্ত বিশুদ্ধ করার একটি কার্যকর কৃত্রিম উপায়। স্বাভাবিকভাবে কিডনি আমাদের শরীরের সার্বক্ষণিকভাবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের সুস্থ্য রাখে।
কিডনি আমাদের শরীরের পানি ফিল্টার করে। কিডনি ঠিক মতো কাজ করতে না পারলে এটাকে কিডনির ব্যর্থতা বলে যার কারণে কিডনির রোগ হয়ে থাকে এবং শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগীদের কিডনির কার্যক্ষমতা কমে গেলে কিডনি বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে ডায়ালাইসিসের দরকার হতে হতে পারে । ডায়ালাইসিস করার ফলে কিডনি ভালো হয় না। তবে ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির অধিকাংশ প্রয়োজনীয় কাজ করিয়ে নিয়ে অনেকটা ভালো রাখা সম্ভব।
শরীরে শারীরিক বিপাকের জন্য যে বর্জ্য তৈরী হয়ে থাকে তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য কিডনি ছাঁকনি হিসেবে কাজ করে থাকে। কিডনি শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেকে অপ্রয়োজনীয় পদার্থ পানির সাথে মিশিয়ে মূত্র হিসেবে বের করে।
যখন রোগীর কিডনি দূর্বল হয়ে পড়ে এবং পাশাপাশি রক্ত থেকে দূষিত পদার্থ বের করতে পারে না। যখন কিডনিরোগীকে সুস্থ্য রাখতে ব্যর্থ হয়ে থাকে তখন ডায়লিসিস করার প্রয়োজন হয়।
এই অবস্থা হয় যখন রোগীর কিডনি ১০% থেকে ১৫% কাজ করে থাকে। রোগীকে কখন ডায়লিসিস করা প্রয়োজন এই পরামর্শ চিকিৎসকই দিয়ে থাকেন।