টুথপেস্ট দাঁত পরিষ্কার ছাড়াও যেসব কাজে লাগে।
টুথপেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করি। কিন্তু এই টুথপেস্ট দাঁত ব্রাশ করা ছাড়া আর কোন কাজে লাগে এটা কখনও ভেবেছি। হ্যাঁ এই টুথপেস্ট দাঁত পরিষ্কার করার পাশাপাশি প্রতিদিন জীবনধারার অনেক কাজে লাগে।
তাই টুথপেস্ট শুধু দাঁতের যত্নেই ব্যবহার করা হয় একথা বলা যাবে না। এর বাইরেও টুথপেস্ট নানাবিধ কাজে ব্যবহার হয়। চলুন একনজরে দেখে নেওয়া যাক, সেগুলো কি কি-
বেসিনের দাগ দূর করে:
অনেক সময় বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশ করার সময় পেস্ট পড়ে যায়। এমন হলে সাথে সাথে পানি ঢেলে দেবেন না। বরং একটা স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পুরো বেসিনটা ভালো করে পরিষ্কার করুন। পানির দাগ থেকে আরম্ভ করে সব ময়লা দূর হয়ে যাবে।
গয়না পরিষ্কার করে:
রুপা বা সোনার গয়না কালচে হয়ে গেছে? নতুনের মতো চকচকে করতে চান ? তাহলে বাতিল ব্রাশে টুথপেস্ট নিয়ে ভালো করে ঘষে নিন। এরপর ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে যাবে।
পুড়ে গেলে:
রান্না করতে করতে হাত পুড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। রান্নাঘরে তাড়াহুড়া করতে গিয়ে কড়া বা গরম টোস্টারে হাতের ছোঁয়া লেগে পুড়ে গেলে সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগান, জ্বালা কমবে।
কাঁচ বা আয়না পরিষ্কার করতে:
টুথপেস্ট দিয়ে গাড়ির হেডলাইটের কাচ ও সহজে পরিষ্কার করতে পারেন। নতুনের মতো চকচক করবে। শুধু হেলমেট নয় ড্রেসিং টেবিলের আয়না, বাথরুমের আয়না বা জানালার কাঁচ। যেকোন কাঁচ পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করুন।
হারমোনিয়াম পরিষ্কার করতে:
হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডের নোংরা পরিষ্কার করতে একটা ভেজা কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষুন। সব দাগ বা ময়লা পরিষ্কার হয়ে যাবে।
কাঠের টেবিল বা অন্য কোনো আসবাবপত্রে দাগ লাগলে নিমেষে পরিষ্কার করে ফেলতে পারেন।
কাপড় চোপড়ের দাগ তুলতে:
পোশাকে যদি লিপস্টিকের দাগ লেগে যায় কিংবা সস পড়ে সাদা টেবিল ক্লথ নোংরা হয়ে যায়। তাহলে এত চিন্তা না করে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। দাগ উধাও।
স্মার্টফোনের স্ক্রিনে দাগ দূর করে:
স্মার্টফোনের স্ক্রিনে দাগ লেগেছে? কাপড়ের টুকরোয় অল্প টুথপেস্ট নিয়ে স্ক্র্যাচের ওপর আলতো করে ঘষুন। আশপাশে লেগে থাকা টুথপেস্ট মুছে শুকিয়ে নিন। দাগ থাকবে না।
স্টিলের কল পরিষ্কার করে:
বেসিন বা বাথরুমের স্টিলের কল অনেক দিন পরিষ্কার করেননি? কিংবা নিয়মিত পরিষ্কার করলেও দাগ পড়েছে বলে মনে হচ্ছে? চিন্তা না করে টুথপেস্ট লাগিয়ে একটু জোরে ঘষে নিন। ঝকঝক করবে।
গন্ধ দূর করে:
মাছ, রসুন বা পেঁয়াজের গন্ধ? কিছুটা টুথপেস্টে হাতে ঘষে ধুয়ে নিন। গন্ধ একেবারেই উধাও হয়ে যাবে।