ঘর থেকে মাকড়সা দূর করার উপায়।

ঘরে মাকড়সার জাল খুবই সমস্যাকর। দেখতে খুব বাজে দেখায় যদি সুন্দর গোছানো ঘরের কোনায় মাকড়সা থাকে। অধিকাংশ বাড়িতেই দেখা যায় মাকড়সার উপদ্রব। ঘরের সিলিং এর চারপাশে, বারান্দায়, রান্না ঘরে এমনকি বাথরুমেও দেখা দেয় মাকড়সার জাল।

প্রতি সপ্তাহে নিয়মিত এটা পরিষ্কার করে থাকি। কিন্ত আজ পরিষ্কার করবেন তো কাল আবার দেখতে পাবেন। আর তাই এই সমস্যা হতে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি উপায় সম্পর্কে-

পুদিনা পাতা:

হ্যাঁ পুদিনা পাতার গন্ধে মাকড়সা থাকে না। এক্ষেত্রে কিছু পুদিনা পাতা পানিতে দিয়ে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন, তারপর স্প্রে করা যায় এমন বোতলে ভরে ঘরের যে সকল জায়গা মাকড়সার আক্রমন বেশি সেখানে স্প্রে করুন।

ভিনেগার:

ভিনেগারে থাকা অ্যাসিটিক এসিডের গন্ধে মাকড়সা থাকে না। ভিনেগারের সাথে পানি মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করুন। মাকড়সা দূর হয়ে যাবে।

লেবু:

ভিনেগারের মতো লেবু মাকড়সা তাড়াতে দারুণ কাজ করে। যে জায়গাতে মাকড়সা সেখানে লেবুর রস দিন। যেমন- জানালায়, বুক শেলফ, রান্না ঘরের তাকে। কয়েকটি লেবু নিয়ে রস বের করে মাকড়সার জাল হয় এমন জায়গাতে স্প্রে করতে পারেন।

তামাক:

মাকড়সা তামাকের ঘ্রাণ পেলে ঘরে ঢুকে না। ঘরের যে স্থানে মাকড়সা বাসা বাঁধে, সেখানে একটি সিগারেট ভেঙে তার ভেতরের গুঁড়া ছিটিয়ে দিন।

বেকিং সোডা:

বেকিং সোডা মাকড়সার একেবারেই পছন্দ নয়। ঘরের আশেপাশে জানালা দরোজার চৌকাঠের উপরে বেকিং সোডা ছিটিয়ে দিন। এতে ঘরে মাকড়সার জাল কমে যাবে।