গুরুত্বপূর্ণ কিছু বাংলা শব্দের শুদ্ধ বানান।

চলুন আজ কিছু বাংলা শব্দের শুদ্ধ বানান জেনেনি –

অশুদ্ধ শুদ্ধ
প্রানীবিদ্যা প্রাণিবিদ্যা
ব্যতিত ব্যতীত
নুন্যতম ন্যূনতম
আইনজীবি আইনজীবী
উজ্জল উজ্জ্বল
লজ্জাষ্কর লজ্জাকর
কার্য্যালয় কার্যালয়
নিরব নীরব
উচ্ছাস উচ্ছ্বাস
গ্রামীন গ্রামীণ
পোষ্টমাষ্টার পোস্টমাস্টার
দ্বন্ধ দ্বন্দ্ব
মাধ্যাকর্ষন মাধ্যাকর্ষণ
সুচিপত্র সূচিপত্র
শারিরিক শারীরিক
বিভিষিকা বিভীষিকা
মুমূর্ষূ মুমূর্ষু
আকাঙ্কা আকাঙ্ক্ষা
পোষাক পোশাক
সুষ্ঠ সুষ্ঠু
সহযোগীতা সহযোগিতা
সন্ধা সন্ধ্যা
ভাগিরথী ভাগীরথী
পাঁপড়ি পাপড়ি
লজ্জাস্কর লজ্জাকর
নুপুর নূপুর
ব্যখা ব্যাখা
উজ্জল উজ্জ্বল
মৎস মৎস্য
সপ্ন স্বপ্ন
মুষ্ঠি মুষ্টি
পার্শ পার্শ্ব
মনমোহন মনোমোহন
বৈশিষ্ট বৈশিষ্ট্য
বাৎসরীক বাৎসরিক
বাল্মিকী বাল্মীকি
মহারাজা মহারাজ
গননা গণনা
কিম্বা কিংবা
উচিৎ উচিত
ভৌগলিক ভৌগোলিক
কণিকা কনিকা
সামর্থ সামর্থ্য
তফসিল তফশিল
চিণ্ময় চিন্ময়
দুর্ণাম দুর্নাম
অনিষ্ঠ অনিস্ট
পরপোকার পরোপকার
জাহান্নম জাহান্নাম
তাঁতী তাঁতি
সুধিগণ সুধীগণ
উর্ধ্ব ঊর্ধ্ব
আমাবস্যা অমাবস্যা
মধুসুদন মধুসূদন
অঞ্জলী অঞ্জলি
তেজ্য ত্যাজ্য
ক্ষিতিশ ক্ষিতীশ
নিস্বাস নিঃশ্বাস
প্রসারতা প্রসার
গৃহিতা গ্রহীতা
আশির্বাদ আশীর্বাদ
গর্দপ গর্দভ
নিরব নীরব
নিলীমা নীলিমা
অস্তি অস্থি
ব্যাস্ত ব্যস্ত
সান্তনা সান্ত্বনা
বানিজ্য বাণিজ্য
লক্ষী লক্ষ্মী
ব্রাহ্মন ব্রাহ্মণ
হৃদপিন্ড হৃৎপিণ্ড
ব্যধি ব্যাধি