স্মার্টফোনের ব্যাটারি ভাল রাখার উপায়।

স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো স্মার্টফোনের ব্যাটারি। যদি ব্যাটারি সঠিকভাবে চার্জ না করা হয় তাহলে অতি দ্রুত তা নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু থাকে।

ফোন ব্যবহারের ওপর ব্যাটারির আয়ু অনেকাংশ নির্ভর করে।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ব্যবহারের ধরনের ওপর ব্যাটারির কার্যক্ষমতা নির্ভর করে থাকে। তাই আমাদের ব্যাটারিকে ভালো রাখতে হলে অবশ্যই মোবাইল চার্জ দেওয়ার নিয়ম-কানন ও চার্জারের ধরন সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে।

স্মার্টফোনের ব্যাটারি ভাল রাখার উপায়:

স্মার্টফোনের ব্যাটারি ভাল রাখার উপায় সম্পর্কে নিচে আলোচনা করা হল –

কোনো সময় ব্যাটারী ফুল চার্জ করবেন না:

রিসার্চ অনুযায়ী, যদি আপনি আপনার মোবাইল এর ব্যাটারী কে ৩০%-৮০% এই চার্জ এর সীমা তে ব্যাবহার করেন তবে আপনার মোবাইল এ ব্যাটারী এর চার্জ ধরে রাখার ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং ব্যাটারী অনেকদিন ভালো থাকবে।

সারারাত ধরে মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখবেন না:

সাধারণত মোবাইল ফোন বাবহারকারীরা ব্যাটারিকে পরিপূর্ণ চার্জ করার উদ্দেশে সারা রাত ধরে ফোন চার্জে লাগিয়ে রাখে। এভাবে সারারাত ধরে ফোন চার্জে রাখা একদমই উচিৎ নয়।

এর কারণ হচ্ছে অধিক পরিমান চার্জ আপনার স্মার্টফোনের ব্যাটারির জন্য ভালো এর পরিবর্তে ক্ষতি বেশি করে। এছাড়া সারারাত ফোনে চার্জে দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে।

ফোন চার্জে দেওয়ার সময় সঠিক জায়গায় রাখুন:

লি-আয়ন ব্যাটারি বেশি চার্জ হলেও কোনো সমস্যা হয় না। তবে ফোনটি যেখানে চার্জ দিচ্ছেন বা রাখছেন, সে জায়গা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখুন।

ফোন আবার অতিরিক্ত ঠাণ্ডা জায়গায় রাখাও ঠিক নয়। খুব বেশি ঠাণ্ডা বা অতিরিক্ত গরম ব্যাটারির কার্যক্ষমতার ওপর প্রভাব ফেলে।

আসল চার্জার দিয়ে ফোনে চার্জ দিন:

প্রতিটি ফোনের মডেল একটি নির্দিষ্ট ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি এ চার্জ হবার জন্য তৈরী। তাই অন্য ফোন এর চার্জার ব্যবহার করলে অনেক সময় সেটি সঠিক ভাবে চার্জ হয় না। যার ফলে ফোন গরম হয়ে যায়। ফোন ও ব্যাটারীর ধারণ ক্ষমতা কমতে থাকে।

মোবাইলের কাভার খুলে চার্জ দিন:

ফোন চার্জে দেয়া হলে এর ব্যাটারি সাধারণত হাল্কা গরম হয়ে যায়। এই সময় আপনার ফোনের কাভারটি লাগানো থাকলে তাপটি বাহিরে সঞ্চালন হতে পারেনা এবং ফোন আরো বেশি গরম হয়। তাই সবসময় মোবাইলের কাভার খুলে চার্জে লাগানোর চেষ্টা করবেন।

বার বার অল্প সময় ধরে চার্জ দিন:

ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য একেবারে ফুল বা ১০০% চার্জ না করে যদি আপনি অল্প সময় ধরে বারে বারে চার্জ দেন, তাহলে আপনার মোবাইল এর ব্যাটারীর ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। একবারে ১০০% চার্জ এর চেয়ে বারে বারে অল্প সময় ধরে চার্জ দেওয়া লি-আয়ন ব্যাটারির পক্ষে অনেক ভাল।