কো-এক্সিয়াল ক্যাবল কাকে বলে? কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা ও অসুবিধা কি?

কো-এক্সিয়াল ক্যাবল কাকে বলে?


কো-এক্সিয়াল ক্যাবল হলো এমন এক ধরনের ক্যাবল যার কেন্দ্র দিয়ে থাকে একটি সলিড (Solid) কপার তার এবং তারকে ঘিরে জড়ানাে থাকে অপরিবাহী প্লাস্টিকের ফোমের ইনসুলেশন। এ ইনসুলেশনের উপর আরেকটি পরিবাহী তার প্যাঁচানো থাকে বা তারের জালি বিছানাে থাকে।

Co-axial

এই তার বা তারের জালি বাইরের বৈদ্যুতিক ব্যতিচার থেকে ভেতরের সলিড কপারকে রক্ষা করে, ফলে ডেটা বা সিগন্যাল সুন্দরভাবে চলাচল করতে পারে। আবার বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়।

এ ক্যাবল ব্যবহার করে ১ কি.মি. পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। তবে ডেটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট 200 Mbps পর্যন্ত হতে পারে।

কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা ও অসুবিধা কি?


কো-এক্সিয়াল ক্যাবল এর সুবিধা সমূহ:
১. কো-এক্সিয়াল ক্যাবল ইনস্টল করা খুব সহজ।
২. অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহৃত হয়।
৩. ফাইবার অপটিক ক্যাবলের তুলনায় কো-এক্সিয়াল ক্যাবল তুলনামূলক দাম কম এবং সহজে বহনযোগ্য।
৪. কো-এক্সিয়াল ক্যাবলে বাইরের দিকে বিদ্যুৎ অপরিবাহী আবরনের কারণে টুইস্টেড পেয়ার ক্যাবল অপেক্ষা এ ক্যাবল এর মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে ডেটা প্রেরণ সম্ভব।
৫. কো-এক্সিয়াল ক্যাবলে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়।
৬. কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে ১ কি.মি. পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়।
৭. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট 200 Mbps পর্যন্ত হয়ে থাকে।
৮. কো-এক্সিয়াল ক্যাবল সাধারণত টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।
৯. কো-এক্সিয়াল ক্যাবল সহজে স্থাপন করা যায়।
১০. কো-এক্সিয়াল ক্যাবল অধিক নিরাপদ। এছাড়া অধিক গতিতে ডেটা প্রেরণ করা যায়।

Co-axial_Co-axial

কো-এক্সিয়াল ক্যাবল এর অসুবিধা সমূহ:
১. কো-এক্সিয়াল ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযােগ স্থাপন বেশ কঠিন।
২. কো-এক্সিয়াল ক্যাবল তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে।
৩. কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করলে রিপিটার ছাড়া ১ কিলােমিটার বেশি দূরে ডেটা পাঠানাে যায় না।
৪. টুইস্টেড পেয়ার ক্যাবল অপেক্ষা কো-এক্সিয়াল ক্যাবল কিছুটা ব্যয়বহুল।
৫. তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দূর্বল হয়ে পড়ে কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহারে।