কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি?

কম্পিউটার হার্ডওয়্যার:


computer_hardware

কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার যন্ত্রাংশসামগ্রী হলো কম্পিউটারের সেইসব অংশ যেগুলো স্পর্শ করা যায় ও দেখা যায়। যেমন: মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি। কম্পিউটার যন্ত্রাংশসামগ্রীর বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি ব্যক্তিগত কম্পিউটার তৈরি হয়।

কম্পিউটার সফটওয়্যার:


Computer software

কম্পিউটার সফটওয়্যার (Computer software) বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি, যার সাহায্যে কম্পিউটারে নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা যায়।

অর্থাৎ, কম্পিউটার সফটওয়্যার হলো কম্পিউটারের কিছু প্রোগ্রামের সংগ্রহ বা কালেকশন। যা কম্পিউটার কে নির্দেশ করে কি কাজ করতে হবে? কিভাবে কাজ করতে হবে?

কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য:


কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার সফটওয়্যার
১. কম্পিউটারের যে সমস্ত অংশগুলি আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি তাকে কম্পিউটার হার্ডওয়ার বলে। উদাহরণ: মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি। ১. কম্পিউটারের ল্যাংগুয়েজ দিয়ে তৈরি নির্দেশাবলি বা প্রোগ্রামিং কোডসমূকে সফটওয়্যার বলা হয়।
২. কম্পিউটার হার্ডওয়্যার দেখা যায় এবং স্পর্শ করা যায়। ২. কম্পিউটার সফটওয়্যার স্পর্শ করা যায় না।
৩. সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো। ৩. হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন।
৪. হার্ডওয়্যার তৈরি করতে বড় শিল্প প্রতিষ্ঠান গড়তে হয়। ৪. সফটওয়্যার তৈরি করতে বড় কোন ইন্ডাস্ট্রি প্রয়োজন হয় না।
৫. হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না। ৫. সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে।
৬. দীর্ঘদিন ব্যবহারে হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে। ৬. আজীবন ব্যবহার করলেও সফটওয়্যার নষ্ট হয় না।
৭. ভাইরাস হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে না। ৭. কম্পিউটার ভাইরাস সফটওয়্যারের ক্ষতি করতে পারে।
৮. একই হার্ডওয়্যার একজন বা কয়েকজন ব্যবহার করতে পারে। ৮. একই সফটওয়্যার কপি করে লক্ষ লক্ষ লোক ব্যবহার করতে পারে।
৯. হার্ডওয়্যার তৈরি করে যানবাহনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয় যা সময় সাপেক্ষ। ৯. সফটওয়্যার তৈরির পর ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাহকের কাছে সহজেই পৌঁছানো যায়।