ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কি কি?

ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে?


দুইটি ডিভাইস (মোবাইল ফোন, কম্পিটার ইত্যাদি) এর মধ্যে ডাটা (মেসেজ, ভয়েস কল, ভিডিও কল, ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি) স্থানান্তর কে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়।

Data Transmission mode

অন্যভাবে বললে বলা যায়, ডেটা আদান-প্রদানের ব্যবস্থাকে ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission mode) বলে। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কী হবে অর্থাৎ, ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ।

ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়।

ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কি কি?


ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. সিমপ্লেক্স (Simplex)
২. হাফ-ডুপ্লেক্স (Half Duplex)
৩. ফুল-ডুপ্লেক্স (Full Duplex)

সিমপ্লেক্স (Simplex):



এই পদ্ধতিতে Sender শুধু Data পাঠায় আর রিসিভার তা গ্রহন করে। যেমন- কি-বোর্ড (ডাটা রিসিভ করে না শুধু পাঠায়), মনিটর (ডাটা পাঠাতে পারে না শুধু রিসিভ করে)।

সহজ একটা উদাহরন হলো- রেডিও বা এফ এম রেডিও (একজন মহাজ্ঞানী বলে আর বাকিরা শোনে)। এই ধরনের ডাটা ট্রান্সমিশনে কিন্তু Sender নির্দিষ্ট দিকে ডাটা পাঠায় তাই এইটাকে কেউ কেউ Unidirectional Transmission Mode ও বলে।

হাফ-ডুপ্লেক্স (Half Duplex):



এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব নয়। যেকোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। উদাহরণঃ ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ।

ফুল-ডুপ্লেক্স (Full Duplex):



Full Duplex

এই মোড হলো ডাটা ট্রান্সমিশনের সবচেয়ে জনপ্রিয় মোড। ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান-প্রদান ব্যবস্থা থাকে। যেকোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারে। উদাহরণ- টেলিফোন, মোবাইল ফোন।