একটি মেয়ে হয়ে ছেলেদের কোন আচরণ গুলি বিরক্তিকর লাগে?
মানুষের আচরণে বৈচিত্র থাকবে এটাই স্বাভাবিক। মানুষের আচরণের যেমন অনেক ভালো দিক আছে তেমনি কিছু খারাপ দিকও আছে। ছেলেদের কিছু কিছু আচরণ আছে যা মেয়েদের কাছে বিরক্তিকর। মেয়েরা তাদের ছেলেবন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এই আচরণ গুলি সতর্কতার সাথে খেয়াল করে। চলুন জেনে নেই ছেলেদের সেই বিরক্তিকর আচরণ গুলি:
মেয়েদের কাছে ছেলেদের কিছু বিরক্তিকর আচরণ
অনেক ছেলে আছে যারা অকারণে মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। সহজ বাংলায় আমরা যাকে “ভ্যাবলামি” বলি। অকারনে মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে মেয়েরা বিব্রত বোধ করে যা মেয়েদের জন্য বেশ বিরক্তিকর।
ছেলেদের লম্বা চুল রাখা বেশিরভাগ মেয়েদের কাছে আকর্ষণীয় না। বরং তাদের মতে ছোট চুলেই ছেলেদের অনেক বেশি স্মার্ট লাগে। অনেক মেয়ে আবার ছেলেদের উদ্ভট হেয়ার স্টাইল আকর্ষণীয় মনে করেন না।
মেয়েরা স্বভাবত একটু বেশি আবেগপ্রবণ। দৈনন্দিন জীবন যাপনে, কথা-বাত্রায়, যেকোনো সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের আবেগ একটু বেশি। অনেক ছেলে আছে যারা মেয়েদের এই আবেগ বুঝতে পারে না বা বুঝতে চায় না। মেয়েদের এই আবেগগুলি অবহেলা করা তাদের খুবই অপছন্দের।
ছেলেদের ধূমপানের অভ্যাস প্রায় সব মেয়েদের কাছেই খুবই অপছন্দের। অন্য কোথাও না হলেও এই এক জায়গায় অধিকাংশ মেয়ের মতামত সমান। কেউই ধূমপায়ী ও নেশাগ্রস্ত ছেলেদের আকর্ষণীয় মনে করে না।
মেয়েদের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক বেশি। ছেলেদের অপরিচ্ছন্ন পোশাক, নিজের শরীরের প্রতি অযত্ন, নখ না কাটা, ধূমপানের জন্য মুখের দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ মেয়েদের জন্য বিব্রতকর ও বিরক্তিকর।
অনেক ছেলে আছে যারা রাস্তা দিয়ে খুব জোরে বাইক চালিয়ে মেয়েদের পাশ দিয়ে যায়। এমন ছেলেরা নিজেদেরকে হিরো মনে করলেও মেয়েদের কাছে বিষয়টি মোটেও আকর্ষণীয় নয়।
ছেলেদের কথায় কথায় “প্রেমে” পড়ে যাওয়া স্বভাবকে মেয়েরা পছন্দ করে না। ছেলেরা “প্রেম” আর শারীরিক আকর্ষণ এর পার্থক্য বুঝতে পারে না। “প্রেম” আর শারীরিক আকর্ষণের পার্থক্য না বুঝে ভালোবাসা ভেবে বোকামী করা মেয়েদের জন্য বিরক্তিকর।
অনেক ছেলেরা ভালোবাসার প্রস্তাবে প্রেয়সীর “না” কে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং “দেখিয়ে দিব, ভালো না বেসে যাবি কই” ধরনের মানসিকতা দেখায়। এই ধরনের মানসিকতা ভালবাসার পরিবর্তে সবাইকে আতংকিত করে।
অনেক ছেলে আছে যারা একটু মুখচোরা টাইপের হয়। মুখচোরা মানে হলো যাদের একটু লজ্জা বেশি। একটা ভালো কাজ দেখা যায় এই লজ্জার জন্য তারা করতে পারে না। ছেলেদের মধ্যে অতিরিক্ত লজ্জা মেয়েদের একেবারেই অপছন্দের।