আকাশের হাতে আছে এক রাশ নীল বাতাসের আছে কিছু গন্ধ।
আকাশের হাতে আছে একরাশ নীল
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার।
সুরকারঃ সত্য সাহা।
মূল শিল্পী: আঞ্জুমান আরা বেগম।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দুহাত সুধু রিক্ত,
আমার এ দুচোখ জলে শীক্ত।।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।।
আমার এ দুয়ার হল বন্ধ।
আকাশের হাতে আছে …………
………………বুকে মৃদু ছন্দ।।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দ্বার।।
বুঝি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।।
বলি বলি করে তবু বলা হল না।।
যানিনা কীসে এতো দ্বন্দ্ব।
আকাশের হাতে আছে। ………..
………….তটিনীর বুকে মৃদু ছন্দ।।