অ্যালজাইমার রোগের কারণ ও লক্ষণ।

অ্যালজাইমার (Alzheimer’s) এক ধরনের বার্ধক্যজনিত স্নায়বিক অবক্ষয়মূলক রোগ। এটি স্মৃতিভ্রংশের সবচেয়ে সাধারণ রূপ। এই রোগের কোন প্রতিকার নেই, রোগটি অগ্রগতির সাথে সাথে খারাপ অবস্থা হয় এবং অবশেষে মৃত্যুর পথে পরিচালিত হয়।

আলঝাইমার রোগটি একটি প্রগতিশীল নিউরোলজিক ব্যাধি যাতে মস্তিষ্কের কোষগুলি মারা যায়। এটি সাধারণত ৬৫ বছর বা তার বেশি বয়সের লোকেদের হয়ে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে কম বয়সী লোকদের মধ্যে দেখা যায়। অ্যালজাইমার রোগে আক্রান্তরা প্রথমে সামান্য বিভ্রান্ত হয় এবং অনেক কিছু ভুলে যেতে শুরু করে।

মস্তিষ্কের কোষগুলি প্রভাবিত হওয়ার সাথে সাথে মস্তিষ্কের কোষগুলির মধ্যে বার্তা বা সংকেত প্রেরণের সাথে জড়িত রাসায়নিক মেসেঞ্জার (messengers) (নিউরোট্রান্সমিটার নামে পরিচিত) কমে যায়। নিউরোট্রান্সমিটার (neurotransmitter), এসিটাইলকোলিনের (acetylcholine) মাত্রা বিশেষত আলঝাইমার রোগে আক্রান্ত মানুষের মস্তিষ্কে কম থাকে।

আজ আমরা অ্যালজাইমার রোগের কারণ ও লক্ষণ নিয়ে আলোচনা করবো।

অ্যালজাইমার রোগের কারণ

আলঝাইমার রোগের সঠিক কারণ সম্পর্কে এখনো জানা যায় নি। তবে অনুমান করা হয় যে প্রাথমিক স্তরে মস্তিষ্কের প্রোটিনগুলি স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয় যা মস্তিষ্কের কোষগুলির কাজকে ব্যাহত করে। আস্তে আস্তে কোষগুলি ক্ষতিগ্রস্থ হয় এবং একে অপরের সাথে সংযোগ হারায়। শেষ পর্যন্ত কোষগুলি মারা যায়। যাইহোক এবার আমরা অ্যালজাইমার রোগ কেন হয়। এটা সম্পর্কে জানবো –

  • বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আলজাইমার রোগ জেনেটিক বা পারিবারিক কারণে হয়।
  • লাইফস্টাইল এবং পরিবেশগত কারণেও অ্যালজাইমার রোগ হতে পারে।
  • উচ্চ রক্তচাপ থাকলে ও বয়স বেশি হয়ে গেলে।
  • মাথায় গুরুতর আঘাত পেলে।
  • গুরুতর মানসিক শক পেলে ও রক্তে উচ্চ কলেস্টেরল থাকলে।
  • মাত্রাতিরিক্ত ওজনের কারণে।
  • অ্যালকোহল সেবন করার কারণে।
  • ধূমপান করার কারণে ও কম ঘুমালে।

অ্যালজাইমার রোগের লক্ষণ

সময়ের সাথে সাথে অ্যালজাইমার রোগের লক্ষণগুলি আরও খারাপ হয়। এ রোগের প্রধান লক্ষণের মধ্যে অন্যতম হল, কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা ভুলে যাওয়া। এছাড়া নিচে অ্যালজাইমার রোগের লক্ষণ দেওয়া হলো –

  • সামাজিকভাবে নিজেকে সরিয়া নেওয়া, অস্বস্তি, ঘুমের গোলমাল, আক্রমণাত্মক হয়ে যাওয়া, বিভ্রান্তি যেমন কিছু চুরি হয়ে গিয়েছে বলে ধারনা করা ইত্যাদি অ্যালজাইমার রোগের লক্ষণ।
  • একই প্রশ্ন বার বার জিজ্ঞেস করা কিংবা একই কথা বহুবার বলা।
  • স্নান করা কিংবা জামা পড়ার মতন মুখ্য কাজ করতে ভুলে যাওয়া।
  • কোন কিছু মনে রাখতে না পারা।
  • রোজকার কাজের জিনিস হারিয়ে ফেলা কিংবা অনিচ্ছাকৃত ভাবে অন্যস্থানে রাখা।
  • কোনো জিনিস শনাক্ত করতে বা মনের ভাব প্রকাশ করতে গিয়ে সঠিক শব্দ খুঁজে না পাওয়া।
  • পরিচিত জায়গায় চিনতে না পারা।
  • পরিচিতদের নাম ভুলে যাওয়া।
  • খাবার খেয়েছে কিনা তা নিয়ে দ্বিধায় থাকা বা কি দিয়ে খেয়েছে তা বলতে না পারা।

অ্যালজাইমার রোগের কোনও নিরাময়ের উপায় নেই। তবে ওষুধ এবং অন্যান্য চিকিৎসার মাধ্যমে জ্ঞানীয়, সংবেদনশীল এবং আচরণগত লক্ষণগুলিকে এবং ব্যক্তির জীবনমান উন্নত করা সম্ভব।

রেফারেন্স: