- পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে।
- কোন ভাল কাজের উদ্দেশ্যে বের হলে অকল্যাণ হতে পারে এ ভয়ে পিছনের দিকে ফিরে না তাকানো।
- জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে।
- দোকানের প্রথম কাস্টমর ফেরত দিতে নাই।
- বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে।
- রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই।
- ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে।
- পৃথিবী একটি ষাড়ের শিং এর উপর রয়েছে, যখনই উহা শিং নাড়া দেয় তখনই ভুমিকম্প হয় বলে মনে করা।
- চোখে গোটা হলে ছোট বাচ্চাদের নুনু লাগাইলে সুস্থ হয়ে যাবে।
- ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হবে।
- ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়, দাঁত ফেলার সময় বলতে শিখানো হয়, “ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত টা দে, আমার মোটা দাঁত টা নে।”
- রাতের বেলা কাউকে টাকা দিলে এতে ভাগ্য খারাপ হবে বলে মনে করা।
- রাতে বাঁশ কাটা যাবে না।
- ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না। তাতে চেহরা নষ্ট হয়ে যাবে।
- ঘরের চৌকাঠে বসা যাবে না।
- রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না।
- বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে।
- ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে।
- পিপড়া বা জল পোকা খেলে সাতার শিখবে।
- ছোট বাচ্চাদের হাতে লোহা পরিধান করাতে হবে।
You May Also Like