রসুন ব্রণ দূর করতে খুবই কার্যকরী। জেনে নিন ত্বকের যত্নে রসুন এর ব্যবহার সম্পর্কে।

অসাধারণ পুষ্টিগুণে ভরপুর রসুন। রসুন সাধারনভাবে মসলা হিসেবে ব্যবহার হলেও রসুনের উপকারিতা সকল ক্ষেত্রে রয়েছে।

রসুন চিকিৎসা ক্ষেত্রে ওষধি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হার্ট সুস্থ রাখা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত রসুনের ভূমিকা রয়েছে।

রসুনে বিদ্যমান জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে এবং খুশকির সমস্যা দূর করে দেয় চিরতরে। ফলে নতুন চুল গজাতে সাহায্য করে।

এছাড়াও প্রতিদিন এক কোয়া রসুন দেহকে ক্যান্সারসহ আরো জটিল রোগ থেকে দূরে রাখে। রসুন ব্যাক্টেরিয়ানাশক ও ত্বকের বার্ধক্য দূর করার একটি ভালো উপাদান।

তাছাড়া ত্বক উজ্জ্বল, নিখুঁত ও সজীব করতে সহায়তা করে এটি।

আপনি হয়ত অবাক হবেন রূপচর্চায় রসুনের বিরাট অবদান রয়েছে। ত্বকের যত্নে রসুনের জুড়ি নেই। ব্রণ এবং ব্রণের দাগ নিমিষে দূর করে দিতে পারে রসুন।

শুধু ত্বক থেকে ব্রণ দূর করে না। রসুন ত্বকের যে কোন সমাধানে বেশ উপকারি। চুলের যত্নেও রসুনের রয়েছে বড় গুণ।

ত্বকের যত্নে রসুন

আসুন জেনে নিই, ত্বকের যত্নে রসুনের নানাবিধ ব্যবহার সম্পর্কে-

ব্রণ কমায়:

রসুন বহু শতাব্দী ধরে ঔষধিভাবে ব্যবহৃত হয়ে আসছে। রসুনের অ্যালিসিন, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল এবং এন্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে।

অ্যালিসিন ব্রণ সৃষ্টিকারী ব্যাকটিরিয়াকে মেরে ফেলতে সহায়তা করে। এটি ফোলা এবং প্রদাহ হ্রাস করতে এবং রক্ত ​​সঞ্চালন উন্নত করতে সহায়তা করে।

এই উপকারী প্রভাবগুলি ত্বককে আরও পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে। রসুনের অ্যান্টি ফাঙ্গাল উপাদান দ্রুত ব্রণ দূর করে দিতে সাহায্য করে।

ত্বকের যত্নে:

রসুনের উদ্দীপক বৈশিষ্ট্যগুলি ত্বককে ফ্রি র‌্যাডিকালের প্রভাব থেকে রক্ষা করে এবং কোলাজেনের হ্রাসকে ধীর করে দেয় যা ত্বকে বৃদ্ধ বয়সে স্থিতিস্থাপকতা হ্রাস পায়।

রসুন ছত্রাকের সংক্রমণে আক্রান্ত ত্বকে আশ্চর্যজনক ভাবে কাজ করে এবং একজিমার মতো ত্বকের অসুস্থতা থেকে মুক্তি দেয়।

এটি অ্যাথলিটের পা এবং দাদরোগের মতো ছত্রাকের সংক্রমণেরও কার্যকর প্রতিকার।

বয়সের ছাপ ধীর করে:

নিজের যৌবন চিরকাল ধরে রাখতে চান? তা হলে রসুন খান। কারণ রসুনে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা স্কিনকে সতেজ রাখে।

রিঙ্কেল, ফাইন লাইনস, এজ স্পট, ডার্ক স্পট থেকে স্কিনকে দূরে রাখে রসুন। শুধু কাঁচা রসুন ১ কোয়া মধু ও লেবুর সাথে চিবিয়ে খেতে হবে।

তবে ভুল করেও ক্ষত স্থানে রসুন লাগাবেন না।

রেফারেন্স: