সুস্থ্য নবজাতক চেনার উপায়।
সদ্য জন্ম নেওয়া শিশুটি যদি পূর্ণ গর্ভকাল পায়, ওজন যদি হয় ২৫০০ গ্রামের বেশি এবং জন্মের সময় শ্বাসজনিত বড় রকমের কোনো শারীরিক ত্রুটি না থাকে, তবে তাকে সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক বলা যায়।
এমন শিশুকে হাসপাতাল থেকে নিশ্চিন্তে বাড়ি নেওয়া যায়। সুস্থ্য নবজাতককে ভূমিষ্ঠ হওয়ার ৪৮-৭২ ঘণ্টা পর বাড়ি নিয়ে যাওয়া সম্ভব।
সুস্থ্য নবজাতক চেনার উপায় সমূহঃ
- ওজন ২.৫ থেকে ৪ কেজি হলে সুস্থ্য নবজাতক।
- জন্মের পর পরই কান্না শুরু করলে সুস্থ্য নবজাতক।
- শরীরের রং হালকা গোলাপি হলে।
- শ্বাস-প্রশ্বাস নিয়মিত এবং মিনিটে ৩০-৩৫ বার হলে।
- নাড়ির গতি (হার্ট রেট) ১০০-১৬০ বার প্রতি মিনিটে হলে।
- জন্মের পর পরই বুকের দুধ খেতে পারলে সুস্থ্য নবজাতক।
- বগলের তাপমাত্রা ৩৬.৫ °সে – ৩৭.৫ °সে হলে।
- মাথার বেড় ৩২-৩৫ সে.মি. হলে।
- প্রস্রাব ৪৮ ঘন্টার মধ্যে হলে।
- কালো পায়খানা ২৪ ঘন্টার মধ্যে হলে।
- নবজাতক ১৮ ঘন্টা ঘুম পড়লে।