এক লোভী কুকুরের গল্প।

একদিন একটি কুকুর রাস্তা দিয়ে মনের আনন্দে হেঁটে যাচ্ছিল। সে এদিকে সেদিকে তাকাচ্ছিল এবং খাবারের খোঁজ করছিল। হঠাৎ করে সে এক টুকরো মাংস কুড়িয়ে পেল।

মাংসের টুকরোটি মুখে নিয়ে সে একটি নির্জন জায়গায় গিয়ে বসলো এবং ভাবতে লাগলো, “এখন পেট ভরে মাংসটা খাওয়া যাক”। খেতে খেতে ক্লান্ত হয়ে কুকুরটি ঘুমিয়ে পরল।

ঘুম থেকে ওঠার পর তার খুব পানি পিপাসা পেল। তখন কুকুরটি পানির খোঁজে বাকি মাংসের টুকরো মুখে নিয়ে নদীর ধারে এগিয়ে চলল। সে নদীর উপর একটি সাঁকো দেখতে পেল।

মুখে মাংসের টুকরোটি নিয়ে সাঁকোর উপর উঠে পানি খেতে গেল। তখন পানির মধ্যে কুকুরটি নিজের ছায়া দেখতে পেল। বোকা কুকুরটি ভাবলো ওপাশে তার মত আর একটি কুকুর মাংস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মাংসের টুকরোটি কেঁড়ে নেওয়ার জন্য তার খুব লোভ হলো।

এই ভেবে কুকুরটি যেই না হাঁ করে ঐ মাংসের টুকরোটি ছিনিয়ে নিতে গেলো, তখন নিজের মুখ থেকে মাংসের টুকরোটি নদীর পানিতে পড়ে গেল। হতভম্ভ কুকুর কিছু বুঝার আগেই পানির ঢেউয়ে ছায়াটি মিলিয়ে গেল।

উপদেশ: অতি লোভে তাঁতি নষ্ট।