রসুন খুশকি থেকে মুক্তি দিতে পারে।
চুলের অন্যতম সমস্যা হচ্ছে খুশকি। শীতে শুরু হয়ে যায় খুশকির প্রকোপ। কিন্তু চিন্তার কোন কারণ নাই, খুশকি থেকে মুক্তি পাওয়ার উপায় হাতের কাছেই আছে। সেটি হলো রসুন। হ্যাঁ, এটা সত্য ! আপনি চুলের জন্য রসুন ব্যবহার করে খুশকির বিরুদ্ধে লড়াই করতে পারেন।
এটি একটি প্রাচীন ঘরোয়া প্রতিকার। রসুনে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি মাথার ত্বকের সমস্যা বা সংক্রমণের চিকিৎসা করতে পারে।
চীন, গ্রীস, রোম এবং মিশরের প্রাচীন চিকিৎসা গ্রন্থগুলি দেখিয়েছে যে রসুন বিভিন্ন স্বাস্থ্যের অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। আয়ুর্বেদও রসুনের অগণিত উপকারিতার কথা তুলে ধরে।
রসুন কীভাবে খুশকি দূর করতে সাহায্য করে:
প্রাচীন ভেষজ অ্যালিসিনের একটি শক্তিশালী উৎস রসুন। এর একটি প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল যা অ্যান্টি-ক্যান্ডিডা বৈশিষ্ট্য রয়েছে যা জীবাণু নির্মূল করে খুশকি নিরাময় করে।
রসুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সহ ত্বকের সংক্রমণের সূত্রপাত প্রতিরোধ করে। এটি Seborrhoeic dermatitis এবং খুশকির মতো রোগ প্রতিরোধ করতে পরিচিত।
রসুন খুশকি থেকে মুক্তি দিতে পারে
তবে মনে রাখতে হবে, রসুন সরাসরি আপনার মাথার ত্বকে ব্যবহার করা যাবে না। তা হলে জেনে নেওয়া যাক, কীভাবে রসুনের ব্যবহারে খুশকি দূর করা যায়-
রসুন, জলপাই তেল ও নারকেল তেল:
১৫ কোয়া রসুন খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন। এতে ৪ চামচ অলিভ অয়েল যোগ করুন। চাইলে রসুন বাদ দিতে পেস্টটি ছেঁকে নিতে পারেন। তারপর ½ কাপ নারকেল তেল যোগ করুন। এরপর চুলে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেলে প্রচুর ভিটামিন থাকে, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এটি চুল পড়া বন্ধ করে। আর রসুনে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি কমাতে সাহায্য করে।
দই ও রসুন:
মাথা থেকে স্থায়ীভাবে খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন রসুনের গুঁড়া ও দইয়ের মিশ্রণ। এর জন্য দুই চামচ রসুনের গুঁড়া ও পাঁচ চামচ দইয়ের সঙ্গে সামান্য পানি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মাথার ত্বকে নারিকেল তেল ভালো করে ম্যাসাজ করে নিয়ে তার ওপরে মিশ্রণটি লাগান। ২০-৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।
রসুনের রস ও অ্যালোভেরা জেল:
রসুনের রস ও অ্যালোভেরা জেল ও খুশকির মত সমস্যা দূর করতে দারুণ কার্যকরী। এর জন্য একটি পাত্রে রসুনের রস দুই চামচ ও অ্যালোভেরা জেল চার চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করুন। পরে শ্যাম্পু করে ধুয়ে নিলেই মিলবে সমাধান।
মধু ও রসুন:
১৬ টি কোঁয়া খুলে নিন এবং ১ চামচ মধু নিন। তারপরে রসুন পেস্ট করে রস বের করে নিন। এরপর রসুনের রস ও মধু একসঙ্গে মিশিয়ে নিন এবং চুলে লাগান। ম্যাসাজ করে ৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। মধু চুলের আর্দ্রতা আটকে রাখে।
আদা, রসুন ও নারকেল তেল:
১০ কোঁয়া রসুন এবং সামান্য আদা নিয়ে পেস্ট করে নিন। আধা কাপ নারকেল তেল গরম করে আদা-রসুন বাটা দিন। কিছু সময় জ্বাল দিয়ে আঁচ বন্ধ করে তেল ঠাণ্ডা হতে দিন। তারপর তেল ছেঁকে নিয়ে মাথার ত্বক এবং চুল ম্যাসাজ করুন। কয়েক ঘন্টা অপেক্ষা করুন এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকে অতিরিক্ত নরম রাখবে।
ডিম, রসুন, মধু ও জলপাই তেল:
খুশকি থেকে মুক্তি ডিম, রসুন, মধু ও জলপাই তেল একসাথে ব্যবহার করুন। পেতে রসুনের কোঁয়া থেকে রস বের করে তার সাথে ২ চামচ অলিভ অয়েল, ১ চামচ মধু এবং একটি ডিমের কুসুম যোগ করুন। তারপর চুলে লাগিয়ে ১ ঘন্টা বা তার বেশি অপেক্ষা করুন। ১ ঘন্টা অপেক্ষা করে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁয়াজ, রসুন ও নারকেল তেল:
১২ কোঁয়া রসুন এবং মাঝারি আকারের একটি পেঁয়াজ নিন। এগুলো একসাথে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। ৬ টেবিল চামচ নারকেল তেল রসুন-পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে গরম করে নিন। তারপর মিশ্রণটি ঠান্ডা করে নিয়ে চুল এবং মাথার ত্বকে ম্যাসাজ করুন। ম্যাসাজ করে প্রায় ২ ঘন্টা অপেক্ষা করুন। ২ ঘন্টা পরে ধুয়ে ফেলুন।
জলপাই তেল ও রসুন:
রসুনের তেল ও জলপাই তেল ব্যবহার করে দূর করতে পারেন খুশকির সমস্যা। আর এই দুটি উপাদান ব্যবহার করলে পেয়ে যেতে পারেন স্থায়ী সমাধান। এর জন্য রসুনের তেল দুই চামচ ও জলপাই তেল পাঁচ চামচ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে খুশকি কমার পাশাপাশি চুলের গোড়াও মজবুত হবে।
চুলে অতিরিক্ত পরিমাণে রসুন ব্যবহার করবেন না। তবে ত্বকে আগে থেকে যদি কোন ক্ষত থাকে তাহলে রসুন ব্যবহার করবেন না। আপনার যেকোনো খাবারের সাথে রসুন খেতে পারেন।