আমি কিভাবে একজন ফ্লুয়েন্ট বা সাবলীল ইংরেজি স্পিকার হতে পারি?

বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের প্রাণের ভাষা। বাংলা ভাষার পাশাপাশি আমাদের আর যে ভাষাটি বেশি কাজে লাগে সেটি হলো ইংরেজি ভাষা।

আমাদের দেশে কলেজ, ইউনিভার্সিটি পাস্ করার পর BCS- সহ সকল চাকরির পরীক্ষায় ইংরেজি একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং ইংরেজি পরীক্ষা খারাপ হলে বহু আকাঙ্খিত চাকরি সোনার হরিণ হয়ে যায়।

আর বাইরের দেশে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে চাকরির ক্ষেত্রে তো কোনো কথাই নেই। ইংরেজিতে দক্ষ তো হতেই হবে।

ইংরেজি ভাষা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখি। অনেকে ইংরেজিতে ভালো। আবার অনেকের দুর্বলতা থাকায় জানতে চান কিভাবে একজন ফ্লুয়েন্ট বা সাবলীল ইংরেজি স্পিকার হতে পারি?

বিশ্বের কতজন মানুষ ইংরেজিতে কথা বলে? বিশ্বের আনুমানিক ১.৩৫ বিলিয়ন বা প্রায় একশো পঁয়ত্রিশ কোটি মানুষ ইংরেজিতে কথা বলে। প্রায় ৩৬০ মিলিয়ন বা ৩৬ কোটি মানুষ তাদের প্রথম ভাষা হিসাবে ইংরেজিতে কথা বলে।

বিশ্বের প্রায় 13% ইংরেজি ভাষায় কথা বলে। যদিও 5%-এরও কম লোক স্থানীয়ভাবে ইংরেজিতে কথা বলে, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলা লোকেদের সংখ্যা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে কথা বলার ভাষা করে তুলেছে।

ইংরেজিতে আপনার লক্ষ্যে পৌঁছাতে অর্থাৎ ফ্লুয়েন্ট বা সাবলীল ইংরেজি স্পিকার হতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হলো:

ইন্টারঅ্যাক্ট করতে শিখুন:



যোগাযোগ। পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া। একাধিক ব্যক্তির মধ্যকার কার্যকলাপ। আমরা অনেকেই ইংরেজি অনেক ভালো জানি কিন্তু বলার প্র্যাকটিস না থাকায় ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে ওঠা সম্ভব হয় না।

অনেকে আছেন ইন্ট্রোভার্ট nature-এর। সবকিছু ঝেড়ে ফেলুন। সবার সাথে মিশতে শিখুন। একসাথে পড়াশোনা করছেন ক্লাসমেট হোক বা কলিগ, যার সাথে আপনার ভালো বোঝাপড়া তার সাথে ইংরেজি বলা প্র্যাক্টিস করুন। পারস্পরিক কথা বলার মাধ্যমে দেখবেন আপনার ইংরেজি বলার জড়তা অনেকটা কেটে গেছে।

ইংরেজিতে চিন্তা করুন:



সারাদিন কত কিছু ভাবছি। কতকিছু চিন্তা করে রাখছি। পরের দিন কি করবো, কি করবো না। পরের দিনের প্ল্যান আগের দিন করে রাখছি। গল্প কথা কত কিছু মনের জালে বুনন করে রাখি। বাংলার পাশাপাশি ইংরেজিতে একটু ভাবুন।

কলেজ, ইউনিভার্সিটি লাইফে কত এসাইনমেন্ট, প্রেজেন্টেশন খুব বেশি ভালো না হলেও ইংরেজিতে করে জমা দিয়েছেন। ইংরেজিতে ভাবুন অর্থাৎ বাংলায় মাথায় সেট করে পরে ইংরেজিতে ট্রান্সলেট করুন।

নিজের কথা বলার রেকর্ড করুন:



নিজের মূল্যায়ন নিজে করুন। নিজের দোষ-ত্রুটি নিজে বের করতে পারলে সবথেকে ভালো। আজকাল সবার হাতে স্মার্ট ফোন, ট্যাব, ল্যাপটপ। অল্প সময়ের মধ্যেই ভয়েস রেকর্ডার চালু করা যায়।

নিজের কথা বলা রেকর্ড করুন। এবার অন্যেরটা শুনুন। সহজেই পার্থক্য করতে পারবেন।

একটি স্পিকিং জার্নাল রাখুন:



খবরের কাগজ, ম্যাগাজিন আমরা বাড়িতে রাখি। অনেকেই আমরা খবরের কাগজ, ম্যাগাজিন নিয়মিত পড়েও থাকি। যারা আমরা ইংরেজিতে ভালো করতে চাই বা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে চাই তাদের একটি ইংরেজি স্পিকিং জার্নাল রাখা ও সেটি নিয়মিত পড়ার চেষ্টা করা উচিত। অভ্যাসটি আয়ত্ত করতে পারলে খুব ভালো কাজে দেয়।

একজন নেটিভ স্পিকার কপি করুন:



অনেক নেটিভ স্পিকার পাবেন যাদের ফলো করে আপনি ইংরেজিতে কথা বলায় নিজের উন্নতি করতে পারবেন। এই বিষয়ে আপনি You tube-এর সাহায্য নিতে পারেন। শুধু আপনি একজনকে নির্বাচন করুন ও তার কথা বলা অনুসরণ করুন।

শুধু শব্দের তালিকা মুখস্থ করবেন না।  উদাহরণসহ শব্দভান্ডার বুঝে মুখস্ত করার চেষ্টা করুন। তাহলে সহজে ভুলে যাবেন না। ইংরেজি গান শুনুন ও নিজেও পারলে একটু গাওয়ার চেষ্টা করুন।

সবসময় হাসিখুশি থাকুন এবং বুক ভরে শ্বাস নিন। আপনার ইংরেজির স্তর যাই হোক না কেন, আত্মবিশ্বাস অত্যাবশ্যক। নিজের উপর ভরসা রাখুন। সাহসী হোন। সফলকাম আপনি অবশ্যই হবেন।