সড়কের বিভিন্ন সংকেত সমূহ।

সড়কের বিভিন্ন সংকেত সমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো –

Stop

এই সংকেত দ্বারা সকল প্রকারের যানবাহনকে থামানোর নির্দেশ দেওয়া হয়।

The car

এই সংকেত দ্বারা সকল ধরনের গাড়ি প্রবেশ নিষেধ করা বোঝায়।

Car entry

এই সংকেত দ্বারা সকল প্রকারের গাড়ি প্রবেশ নিষেধ করা বোঝায়।

Track

এই সংকেত দ্বারা ট্র্যাক চলাচল বা প্রবেশ নিষেধ করা বোঝানো হয়।

Untitled

এই সংকেত দ্বারা ঠেলাগাড়ি চলাচল নিষেধ করা বোঝায়।

Animal-carrying

এই সংকেত দ্বারা পশুবাহিত যান চলাচল নিষেধ করা বোঝায়।

Pedestrian

এই সংকেত দ্বারা পথচারী চলাচল নিষেধ করা বোঝায়।

Rickshaw

এই সংকেত দ্বারা রিকশা চলাচল নিষেধ করা বোঝায়।

Bicycle

এই সংকেত দ্বারা সাইকেল চলাচল নিষেধ করা বোঝায়।

Tractor

এই সংকেত দ্বারা ট্রাক্টর অথবা ধীরগতির মোটরযান চলাচল নিষেধ করা বোঝায়।

Explosive

এই সংকেত দ্বারা বিস্ফোরকদ্রব্যবাহী মোটরযান চলাচল নিষেধ করা বোঝায়।

Untitled

এই সংকেত দ্বারা প্রদর্শিত মাপের বেশি দৈর্ঘ্যের মোটরযান চলাচল বা প্রবেশ নিষেধ করা বোঝায়।

No parking

এই সংকেত দ্বারা পার্কিং নিষেধ করা বোঝায়।

forbidden

এই সংকেত দ্বারা গাড়ী থামানো নিষেধ করা বোঝায়।

Overtaking

এই সংকেত দ্বারা ওভারটেকিং নিষেধ করা বোঝায়।

Turn right

এই সংকেত দ্বারা ডানদিকে মোড় বা টার্ন নেওয়া নিষেধ করা বোঝায়।

Turn left

এই সংকেত দ্বারা বামদিকে মোড় বা টার্ন নেওয়া নিষেধ করা বোঝায়।

Uterine prohibition

এই সংকেত দ্বারা ইউটার্ন নেওয়া নিষেধ করা বোঝায়।

Horn

এই সংকেত দ্বারা হর্ন বাজানো নিষেধ করা বোঝায়।

Speed limit

এই সংকেত দ্বারা বিশেষ গতিসীমা বা সর্বোচ্চ গতিসীমা (এখানে ৪০ কি.মি দেখানো হয়েছে) বোঝায়।

Stop sign

এই সংকেত দ্বারা সাময়িক থামার চিহ্ন বোঝায়।

Signs

এই সংকেত দ্বারা সাময়িক চলাচলের চিহ্ন বোঝায়।

Go ahead

এই সংকেত দ্বারা শুধুমাত্র সামনে চলা বোঝায়।

Go left

এই সংকেত দ্বারা শুধুমাত্র বামদিকে চলাচল করা বোঝায়।

Movement

এই সংকেত দ্বারা শুধুমাত্র ডানদিকে চলাচল করা বোঝায়।

Left

এই সংকেত দ্বারা বামপাশ দিয়ে চলুন, এটা বোঝায়।

Right side

এই সংকেত দ্বারা ডানপাশ দিয়ে চলুন, এটা বোঝায়।

Turn left

এই সংকেত দ্বারা সামনে এগিয়ে বামে মোড় নিন, এটা বোঝায়।

Turn

এই সংকেত দ্বারা সামনে এগিয়ে ডানে মোড় নিন, এটা বোঝায়।

Small roundabout

এই সংকেত দ্বারা ছোট গোলচক্কর বোঝায়।

left or right

এই সংকেত দ্বারা বাম অথবা ডানপাশ দিয়ে চলুন, এটা বোঝায়।

The road

এই সংকেত দ্বারা শুধুমাত্র রিকশা চলাচলের রাস্তা বোঝায়।

Bicycles only

এই সংকেত দ্বারা শুধুমাত্র সাইকেল চলাচলের রাস্তা বোঝায়।

Side road

এই সংকেত দ্বারা সামনে বামদিকে পার্শ্ব রাস্তা আছে, এটা বোঝায়।

Side

এই সংকেত দ্বারা সামনে ডানদিকে পার্শ্ব রাস্তা আছে, এটা বোঝায়।

Left-right

এই সংকেত দ্বারা সামনে বামে-ডানে একাধিক সংযোগ সড়ক আছে, এটা বোঝায়।

Right-left

এই সংকেত দ্বারা সামনে ডানে-বামে একাধিক সংযোগ সড়ক আছে, এটা বোঝায়।

Roundabout

এই সংকেত দ্বারা সামনে গোলচক্কর বোঝায়।

Turnn

এই সংকেত দ্বারা সামনে দুটি বাঁক আছে, প্রথমটি বামে, এটা বোঝায়।

In front

এই সংকেত দ্বারা সামনে দুটি বাঁক আছে, প্রথমটি ডানে, এটা বোঝায়।

Suddenly

এই সংকেত দ্বারা আচমকা বায়ে মোড় বোঝায়।

Turn right

এই সংকেত দ্বারা আচমকা ডানে মোড় বোঝায়।

Traffic signal

এই সংকেত দ্বারা সামনে ট্রাফিক সিগন্যাল আছে, এটা বোঝায়।

Slope road

এই সংকেত দ্বারা সামনে নিম্নমুখী ঢালু রাস্তা বোঝায়।

Upward

এই সংকেত দ্বারা সামনে উর্ধমুখী ঢালু রাস্তা বোঝায়।

Zebracrossing

এই সংকেত দ্বারা সামনে পথচারী পারাপার বা জেব্রাক্রসিং বোঝায়।

Sidewalk

এই সংকেত দ্বারা ফুটপাত না থাকায় সামনের সড়কে পথচারী চলাচল করে, এটা বোঝায়।

School

এই সংকেত দ্বারা সামনে স্কুল বোঝায়।

uneven

এই সংকেত দ্বারা সামনে অসমতল বা ত্রুটিপূর্ণ সড়ক বোঝায়।

Front brake

এই সংকেত দ্বারা সামনে গতিরোধক বোঝায়।

Hole

এই সংকেত দ্বারা সামনে বিপজ্জনক খাদ বা গর্ত আছে বোঝায়।

checkpoint

এই সংকেত দ্বারা সামনে চেকপয়েন্ট আছে বোঝায়।

Road work

এই সংকেত দ্বারা সামনে রাস্তার কাজ চলমান, এটা বোঝায়।

Rail crossing

এই সংকেত দ্বারা রেল ক্রসিং এর স্থান বোঝায়।

Bridge

এই সংকেত দ্বারা সেতু বা ব্রিজের একপাশে বিপদজ্জনক প্রতিরোধোক বোঝায়।

The bridge

এই সংকেত দ্বারা সেতু বা ব্রিজের উভয়পাশে বিপদজ্জনক প্রতিরোধোক বোঝায়।

Alternate road

এই সংকেত দ্বারা সামনে সাময়িক বিকল্প সড়ক বোঝায়।

Rail crossing

এই সংকেত দ্বারা রেল ক্রসিং সংকেত বোঝায়।

Pedestrian signal

এই সংকেত দ্বারা পথচারী সংকেত (লাল থামা, সবুজ চলার সংকেত) বোঝায়।

রেফারেন্স: